উচ্চমাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। কলকাতায় কেন্দ্রীয় সংস্থা NICED -র অফিসে ইন্টারভিউ এর মাধ্যমে চলছে নিয়োগ। সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথাটি জানিয়েছে NICED।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৭টি শুন্য পদে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। এই ৭টি পদের মধ্যে Project Junior Medical Officer এর ১টি শুন্য পদে, Project Technician II (Health Assistant) এর ২টি শুন্য পদে, Project Technician II (Field Assistant) এর ২টি শুন্য পদে এবং Project Laboratory Technician III (X-ray Technician) এর ২টি শুন্য পদে নিয়োগ হবে। এই পদ গুলিতে আবেদন করার যোগ্যতা, বয়সসীমা ও বেতন সম্পর্কিত তথ্য নিম্নরূপ।
Project Laboratory Technician III (X-ray Technician): এই পদে আবেদন করার জন্য পার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি পার্থীকে radiology/radiography তে ন্যূনতম ২ বছরের ডিপ্লোমা করতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না। এক্ষেত্রে প্রার্থীর বেতন মাসিক ১৮ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।
Project Technician II (Field Assistant): এই পদে আবেদন করার জন্য পার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে অথবা প্রার্থীর কাছে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থী যদি B.Sc করে থাকে তাহলে তা ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতাতে গোনা হবে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। এক্ষেত্রে প্রার্থীর বেতন মাসিক ১৭ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে।
Project Technician II (Health Assistant): এই পদে আবেদন করার জন্য পার্থীকে Project Technician II (Field Assistant) পদের মতনই ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে অথবা প্রার্থীর কাছে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থী যদি B.Sc করে থাকে তাহলে তা ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতাতে গোনা হবে।
Project Technician II (Health Assistant) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। এক্ষেত্রে প্রার্থীর বেতন মাসিক ১৭ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে।
Project Junior Medical Officer: এই পদে আবেদন করার জন্য পার্থীর কাছে MBBS ডিগ্রি থাকতে হবে। এবং প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবেনা। এক্ষেত্রে প্রার্থীর বেতন মাসিক ৬০ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে।
BSF Recruitment 2023: ভারতীয় সেনাতে চাকরির সুবর্ণ সুযোগ, BSF-এ বিপুল সংখ্যাই নিয়োগ চলছে।
উক্ত চাকরি গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের আগামী ২৩শে মার্চ সকাল ১০টা সময় ICMR-National Institute of Cholera & Enteric Diseases (NICED II building within ID & BG Hospital Campus) P-33, C.I.T. Road, Scheme – XM, Beliaghata, Kolkata – 700010 ঠিকানায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে।
এক্ষেত্রে প্রার্থীদেরকে তাদের জীবন বর্ণণা, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে ইত্যাদি নিয়ে যেতে হবে। এবিষয়ে অতিরিক্তি জানতে অফিসিয়াল নোটিফিনেশনটি (https://niced.org.in/noticeboard/placements/2023/feb2023/NICED-PC-01-TB-EliminationProj-2022-23-1236-27Feb2023.pdf) দেখুন।
👉 পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।
👉 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বড় সুযোগ, দেখেনিন আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা।