সোনার গয়না কিনতে ইচ্ছুক ব্যাক্তিদের জন্য এই মুহূর্তের বড় খবর। মোদী সরকার সোনার গয়না কেনা বেচার নিয়মে বড় পরিবর্তন করতে চলেছে। আগামী পয়লা এপ্রিল থেকেই লাগু হবে এই নতুন নিয়ম।
প্রসঙ্গত গত ৩রা মার্চ বিআইএস (Bureau of Indian Standards) এক বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে, আগামী ৩১শে মার্চের পর থেকে দেশে সোনার গয়না ৬ অংকের আলফানিউমেরিক হলমার্ক ছাড়া বেচা যাবেনা। অর্থাৎ ১লা মার্চ থেকে সোনা কেনা বেচা করার জন্য ৬ অংকের হলমার্ক বাধ্যতামূলক।
মূলত দেশে বর্তমানে সোনার গয়না ৪ অংক এবং ৬ অংকের হলমার্কের সঙ্গে কেনা বেচা করা হয়। ২ ধরণের হলমার্ক থাকার কারণে গ্ৰাহকদের মধ্যে বিভ্রন্তির সৃষ্টি হয়, যার ফলে কিছু অসৎ ব্যাবসায়ী গ্রাহকদের প্রতারণা করে। তবে এবার থেকে এই নিয়মে পরিবর্তন হতে চলেছে। আগামী ১লা এপ্রিল থেকে দেশে শুধুমাত্র ৬ অংকের আলফানিউমেরিক হলমার্ক যুক্ত সোনার গয়নাই কেনা বেচা যাবে।
বাজারে এল নতুন পাখা। লাগবেনা আর এসি, এবার পাখা চালালেই কমবে ১২ ডিগ্রি তাপমাত্রা।
এপ্রসঙ্গে আপনি যদি ১লা এপ্রিলের পরে সোনার গয়না কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই ৬ অংকের HUID নম্বর দেখে তা কেনা উচিত। HUID বা Hallmark Unique Identification হলো একটি আলফানিউমেরিক অর্থাৎ সংখ্যা এবং অক্ষর যুক্ত নম্বর। এই HUID এর মাধ্যমে সোনার বিশুদ্ধতা জানা যায়। এছাড়া গয়নাটি কোথায় তৈরী হয়েছে বিক্রেতার নাম গয়নাটির ওজন ইত্যাদি সম্পর্কেও জানা যায়।
প্রসঙ্গত কোনও সোনার গয়নায় হলমার্ক শুধু মাত্র সরকার দ্বারা স্বীকৃত সেন্টার থেকেই বসানো যাই এবং বর্তমানে সারা দেশে এমন ১৩৩৮ টি হলমার্কিং কেন্দ্র আছে।
👉 মাছ চাষীদের ব্যাঙ্ক আকাউন্টে রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার টাকা করে, দেখেনিন বিস্তারিত।
👉 LPG cylinder price hike: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! মাসের শুরুতেই বাড়লো রান্নার গ্যাসের দাম।