SAIL Recruitment: ১১০টি শূন্যপদে নিয়োগ করছে স্টিল অথরিটি, আবেদন করুন অনলাইনে

Steel Authority of India Limited is recruiting for 110 vacancies

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। টেকনিশিয়ানের বিভিন্ন বিভাগের মোট ১১০ টি পদে নিয়োগ করতে চলেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আসুন জেনেনি, SAIL এর টেকনিশিয়ান আবেদন করার পদ্ধতি, যোগ্যতা বাতেন ইত্যাদি সম্পর্ক।

খালি পদের বিবরণ:- স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই ১১০টি শূন্যপদের মধ্যের বয়লার অপারেটর-কাম-টেকনিশিয়ান এর ২০টি শূন্যপদে, ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার অপারেটর-কাম-টেকনিশিয়ান এর ১০টি শূন্যপদে এবং অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ানের ৮০ টি শূণ্যপদে নিয়োগ হতে চলেছে।

অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ানের এই ৮০টি শূন্যপদের মধ্যে ইলেক্ট্রিসিয়ান বিভাগের ২৫টি পদে, ফিটারের ২৮টি পদে, ইলেকট্রনিক্স এর ১০ টি পদে, মেকানিস্টের ১০টি পদে, ডিজেল মেকানিস্টের ৪টি এবং CoPA/IT এর ৩ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:- বয়লার অপারেটর-কাম-টেকনিশিয়ান পদের জন্য আবেদনকারী প্রার্থীকে মেট্রিকুলেশন সহ ৩ বছরের ডিপ্লোমা ধারী হতে হবে। এর পাশাপাশি ফার্স্ট ক্লাস বয়লার আটটেনডেন্ট সার্টিফিকেট অফ কমপিটেন্সি থাকতে হবে।

ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার অপারেটর-কাম-টেকনিশিয়ান পদের জন্য মেট্রিকুলেশন সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা ধারী হতে হবে। পাশাপাশী ইলেকট্রিকাল সুপারভিসারি সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে.

অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ানের পদের জন্য মেট্রিকুলেশন সহ নির্দিষ্ট বিভাগে ITI হতে হবে।

উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ২০ই নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে www.sail.co.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন করার জন্য জেনারেল, OBC, EWS প্রার্থীদের ৫০০ টাকা এবং SC/ST/PwBD/ESM প্রার্থীদের ৩০০ টাকার আবেদন ফি প্রদান করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন