BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড আবার নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। ২২ শে নভেম্বর BECIL একিট বিজ্ঞপ্তি জারি করে মনিটর পদের নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। আসুন জেনেনি BECIL এর এই মনিটর পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বেতন ইত্যাদি সম্পর্কে।
শূন্যপদের বিবরণ: BECIL এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ ড্রাইভটির অন্তর্গত মনিটরের মোট ২৫ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে জানানো হয়েছে যে, প্রয়োজন অনুসারে খালি পদের সংখ্যা পরে বাড়তেও পারে।
শিক্ষাগত যোগ্যতা: BECIL এর উক্ত মনিটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারেও দক্ষ হতে হবে। এছাড়া আবেদনকারী প্রার্থীর কাছে নিউস এন্ড মিডিয়া ফিল্ডের ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতার ক্ষেত্রে BECIL আরো জানিয়েছে যে, জার্নালিজম/ মাস কমিউনিকেশন এর জার্নালিজম/ ব্যাচেলর এর PG ডিপ্লোমা থাকলে উক্ত প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড উক্ত মনিটর পদের জন্য ৩৪,৩৬২ টাকা মাসিক বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
আবেদনের পদ্ধতি: BECIL এর উক্ত পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের https://www.becil.com/ পোর্টালের ক্যারিয়ার বিভাগ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: উক্ত মনিটর পদে আবেদন করার পক্রিয়া আগামী ৬ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।
আবেদনের ফি: BECIL এর তরফে জানানো হয়েছে যে, এই মনিটর পদে আবেদন করার জন্য জেনারেল, OBC, Ex-Serviceman প্রার্থীদের ৮৮৫ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে। অন্যদিকে SC/ST/EWS/PH প্রার্থীদের ৫৩১ টাকার আবেদন ফি প্রদান করতে হবে।
অফিসিয়াল পোর্টাল ▶ https://www.becil.com/
অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন