PGCIL Recruitment: ইলেকট্রিশিয়ানের পদে চাকরির দুর্দান্ত সুযোগ, ২০৩ টি খালি পদে নিয়োগ করছে পাওয়ার গ্রিড সংস্থা

PGCIL is recruiting for 203 vacancies

PGCIL অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। PGCIL দ্বারা ২২শে নভেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র টেকনিশিয়ান ট্রেইনী (ইলেকট্রিশিয়ান) পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। আসুন বিস্তারিত জেনেনি PGCIL এর এই নিয়োগ সম্পর্কে।

শূন্যপদের বিবরণ: PGCIL দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র টেকনিশিয়ান ট্রেইনী (ইলেকট্রিশিয়ান) মোট ২০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। জানিয়ে রাখি যে, PGCIL এর বিভিন্ন সার্কেল মিলিয়ে এই নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে ইস্টার্ন রিজিওন-II এর অন্তর্গত পশ্চিমবঙ্গ এবং সিকিম রিজিওনের মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: PGCIL এর জুনিয়র টেকনিশিয়ান ট্রেইনী (ইলেকট্রিশিয়ান) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে ইলেক্ট্রিসিয়ান ট্রেড থেকে ITI ইলেকট্রিকাল পাশ হতে হবে। এক্ষেত্রে PGCIL জানিয়েছে যে, উচ্চতর প্রযুক্তিগত যোগ্যতা যেমন ডিপ্লোমা/বি.ই./বি.টেক ইত্যাদির প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেনা।

বয়সসীমা: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১২ই ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ২৭ বছরের বেশি হওয়া যাবেনা। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ শ্রেণীর প্রার্থীদের বয়সের উর্দ্ধসীমায় ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন: PGCIL দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উক্ত পদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৮৫০০ থেকে ২৫,৫০০ টাকা বেতন দেওয়া হবে। নিয়মিতকরণের পর পে স্কেল ২১,৫০০-৩%-৭৪,০০০ হিসাবে বেতন দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: উক্ত জুনিয়র টেকনিশিয়ান ট্রেইনী (ইলেকট্রিশিয়ান) পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের http://www.powergrid.in/ পোর্টালের ক্যারিয়ার বিভাগ থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: PGCIL এর তরফে জানানো হয়েছে যে, এই চাকরির আবেদন পক্রিয়া ২২শে নভেম্বর থেকে ১২ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।

আবেদন ফি: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২০০ টাকার আবেদন ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে SC/ST/PwBD/Ex-SM/DEx-SM প্রার্থীদের জন্য এই আবেদন ফি মাফ করা হয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন
আবেদনের পোর্টাল ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন