Madhyamik Rresult 2023: দ্রুত মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য পর্ষদের নতুন সিদ্ধান্ত, অনলাইনে উত্তরপত্র মূল্যায়ন করতে চায় পর্ষদ।

ইতিমধ্যেই শেষ হয়েছে মাধ্যমিকের মূল পরীক্ষা গুলি এখন শুধু ফিজিকাল এডুকেশন এবং সোশ্যাল সার্ভিসের পরীক্ষা বাকি রয়েছে। এরই মাঝে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে পরীক্ষার ফল প্রকাশের আনুমানিক দিন। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদ আরো একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। প্রসঙ্গত মাধ্যমিকের ফল প্রকাশ দ্রুত করার জন্য অনলাইনে উত্তরপত্র মূল্যায়ন করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ।

Madhyamik Rresult 2023 Board wants to evaluate answer sheet online to release Madhyamik result faster

শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা বর্তমানে পরীক্ষার্থীরা অপেক্ষা করছে ফলাফলের। এবিষয়ে পর্ষদ জানিয়েছে আগামী মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পরে মাধ্যমিকের ফলাফল। তবে তার আগে একটি উত্তরপত্রকে মূল্যায়ন প্রক্রিয়া, নম্বর দেওয়া, যাচাই করার মতো ৫ টি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদ এই ৫ টি ধাপের মধ্যে ২ টি অনলাইনের মাধ্যমে করতে চাই বলে জানা যাচ্ছে সংবাদ সূত্রে।

HS exam 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নির্দেশিকা জারি করলো সংসদ। শিক্ষকদের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া পদক্ষেপ।

পর্ষদ সূত্রে জানা যাচ্ছে নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া এবং তা যাচাই করার এই দুটি ধাপ পর্ষদ এবার থেকে অনলাইনের মাধ্যমে করতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই দুটি ধাপ অনলাইনের মাধ্যমে করলে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আরো দ্রুত করা যাবে।

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের দাবি যে, এই ২ টি ধাপ অনলাইনের মাধমে করলে এবারের মাধ্যমিকের ফল প্রকাশে অন্যান্য বারের মতো দেরি হবেনা, সম্ভবত মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই পরীক্ষার্থীরা তাদের মাধমিকে রেজাল্ট পেয়ে যাবে। এপ্রসঙ্গে জানিয়েদি যে, পরীক্ষার নম্বর সংক্রান্ত কোনো বিষয়ে মুখ্য পরীক্ষকের কাছ থেকে ব্যাখ্যা তলব করার জন্য চিরাচরিত পদ্ধতিতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। তবে যদি এই বিষয়টিকে অনলাইনের মাধ্যমে করা হয় তাহলে তা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে।

Madhyamik Pariksha: সকলেই পাস করবে এবারের মাধ্যমিক পরীক্ষা! মুখ্যমন্ত্রী বললেন পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব।

এছাড়া ফল প্রকাশের পর অনেক পরীক্ষার্থী তাদের উত্তরপত্র যাচাই করেত চাইলে খরচ হতো প্রচুর সময় তবে অনলাইনে এই উত্তরপত্র যাচাই করা গেলে পরীক্ষার্থীরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তা যাচাই করে নিতে পারে।

👉 Indian Air Force Recruitment: অগ্নিপথ স্কিমের অন্তর্গত ভারতীয় বায়ু সেনাতে অগ্নিবীরদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বায়ু সেনা। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 ১০০ দিনের কাজ দিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাশ্রী প্রকল্পে জব কার্ডধারীরাদের দেওয়া হবে কাজ।

👉 Atal Pension Yojana: মোদী সরকারের বিশেষ প্রকল্প, বৃদ্ধ ব্যাক্তিরা এখন প্রতিমাসে পাবে ৫ হাজার টাকা করে।

👉 বাজারে এল নতুন পাখা। লাগবেনা আর এসি, এবার পাখা চালালেই কমবে ১২ ডিগ্রি তাপমাত্রা।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন