ভারতীয় সেনাতে চাকরি করতে ইচ্ছুক ব্যাক্তিদের জন্য সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাস যোগ্য ব্যাক্তিদের BSF-এ চলছে বিপুল সংখ্যায় নিয়োগ।
সম্প্রতি কিছু দিন আগে বিএসএফ মাধ্যমিক পাস যোগ্য ব্যাক্তিদের জন্য একটি চাকরির নোটিফিকেশন জারি করে। অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী বিএসএফ এর বিভিন্ন পদে মোট ১২৮৪ টি খালি পদে নিয়োগ চলছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে ১২২০ টি পদে পুরুষ প্রার্থী এবং ৬৪ টি পদে মহিলা প্রার্থীর নিয়োগ চলছে।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে কনস্টেবল কোবলার পদে ২২টি, কনস্টেবল টেলার পদে ১২টি, কনস্টেবল কুক পদে ৪৫৬টি, কনস্টেবল জলবাহক পদে ২৮০টি, কনস্টেবল ধোবি পদে ১২৫টি, কনস্টেবল বারবার পদে ৫৭টি, কনস্টেবল ঝাড়ুদার পদে ২৬৩টি এবং কনস্টেবল ওয়েটার পদে ৫ টি শুন্য পদে নিয়োগ হচ্ছে। তেমন অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে কনস্টেবল কোবলার পদে ১টি, কনস্টেবল টেলার পদে ১টি, কনস্টেবল কুক পদে ২৪টি, কনস্টেবল জলবাহক পদে ১৪টি, কনস্টেবল ধোবি পদে ০৭টি, কনস্টেবল বারবার পদে ৩টি এবং কনস্টেবল ঝাড়ুদার পদে ১৪টি শুন্য পদে নিয়োগ চলছে। এক্ষেত্রে প্রার্থীর পদ ও যোগ্যতার উপর নির্ভর করে ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।
এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল (https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/Constable%20(Tradesman)%20Exam%202023%20in%20Border%20Security%20Force.pdf?rel=2023022601) বিজ্ঞপ্তিটি দেখুন।
বিএসএফের এই পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের জানিয়ে রাখি যে, এই পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৭ মার্চ ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC ও অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় আছে। এছাড়া উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বড় সুযোগ, দেখেনিন আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা।
আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আগামী ২৭শে মার্চের মধ্যে বিএসএফের অফিসিয়াল নিয়োগ পোর্টাল https://rectt.bsf.gov.in/ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে জেনারেল, OBC এবং EWS পার্থদের ১০০ টাকার ফি দিতে হবে, তব SC/ST অথবা মহিলা প্রার্থীদের কোনও রকম ফি দিতে হবে না।
👉 India Post Recruitment: গাড়ি চালাতে জানলেই পাবেন Post Office-এ চাকরি, ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকার বেতনে।
👉 মাছ চাষীদের ব্যাঙ্ক আকাউন্টে রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার টাকা করে, দেখেনিন বিস্তারিত।