EIL recruitment 2023: ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ৬০ থেকে ৭৫ হাজার টাকা।

ইঞ্জিনিয়ার চাকরি পার্থদের জন্য এই মুহূর্তের বড় খবর। ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড সংস্থা ৪২ টি শুন্য পদে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, আবেদন করার পদ্ধতি ইত্যাদি জানতে আমাদের এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

Job opportunities in Engineers India Limited company, monthly salary is around 60 to 75 thousand rupees

সম্প্রতি ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড সংস্থা ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৬০ হাজার থেকে ৭৫ টাকার মাসিক বেতনে মোট ৪২ টি শুন্য পদে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। এই পদে আবেদন করার জন্য পার্থীকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ B.E./B.Tech./B.Sc পাস হতে হবে।

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে আবেদন করার জন্য General শ্রেণীর প্রার্থীর বয়স ২৫ বছরের বেশি হওয়া যাবে না। অন্যদিকে OBC শ্রেণীর প্রার্থীর বয়স ২৮ বছর, SC/ST শ্রেণীর প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না। তবে যদি প্রার্থী প্রতিবন্ধী হয় তাহলে বয়সসীমাতে অতিরিক্ত ১০ বছরের ছাড় দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক পাসে ১৮ হাজারের বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড সংস্থার ম্যানেজমেন্ট ট্রেইনি পদে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা সংস্থার অফিসিয়াল পোর্টাল www.engineersindia.com থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। এই পদে অনলাইনে আবেদন করার পক্রিয়া গত ২২শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে যা আগামী ১৪ই মার্চ পর্যন্ত চলবে।

পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

এক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীকে তার পাসপোর্ট সাইজ ছবি, সই ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://recruitment.eil.co.in/hrdnew/mt/Advt222311.pdf) দেখুন।

👉 ৩১শে মার্চের আগে সেরে নিন এই ৪ টি কাজ, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।

👉 সোনার গয়না কেনা বেচা নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্র, এপ্রিল থেকেই সোনার গয়না কেনা বেচা নিয়ে বড় পরিবর্তন।

👉 পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।

👉 Madhyamik Rresult 2023: দ্রুত মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য পর্ষদের নতুন সিদ্ধান্ত, অনলাইনে উত্তরপত্র মূল্যায়ন করতে চায় পর্ষদ।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন