IOCL Recruitment 2023: ১ লক্ষ ২০ হাজার টাকার বেতনে ইন্ডিয়ান অয়েলে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন যোগ্যতা ও আবেদন করার পদ্ধতি।

চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। ইন্ডিয়ান অয়েল সংস্থায় ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকার বেতনে নিয়োগ চলছে। অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০৬টি শুন্য পদে নিয়োগ হচ্ছে বলে জানা যাচ্ছে। আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

Indian Oil Corporation Ltd Recruitment 2023

গত ২৮শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান অয়েল একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্ডিয়ান অয়েলে ১০৬ টি শুন্য পদে এক্সিকিউটিভদের নিয়োগ করার জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। তাও আবার ১২০০০০ থেকে ১৬০০০০ টাকার বেতনে। এক্ষেত্রে লেভেল ওয়ান (Executive Level L1) এক্সিকিউটিভদের বাৎসরিক বেতন ১২ লক্ষ টাকা এবং লেভেল টু (Executive Level L2) এক্সিকিউটিভদের বাৎসরিক বেতন ১৬ লক্ষ টাকা নির্ধারিত করা হয়েছে।

ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে মোট ৯৬ টি লেভেল ওয়ান (Executive Level L1) এক্সিকিউটিভ ও ১০ টি লেভেল টু (Executive Level L2) এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে।

BSF Recruitment 2023: ভারতীয় সেনাতে চাকরির সুবর্ণ সুযোগ, BSF-এ বিপুল সংখ্যাই নিয়োগ চলছে।

আবেদন করার শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান অয়েলের এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর কাছে অবশ্যই B.E, B.Tech, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, স্নাতকের একটি সার্টিফিকেটে/ডিগ্রী থাকতে হবে।

আবেদন করার বয়সসীমা: লেভেল ওয়ান (Executive Level L1) এক্সিকিউটিভ পদের বয়সসীমা হলো ৩৫ বছর এবং লেভেল টু (Executive Level L2) এক্সিকিউটিভ পদের বয়সসীমা হলো ৪৫ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC ও অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় বিশেষ ছাড় আছে।

পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।

এবিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি (https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/8c69902d5606418abeb563a6ae0eb6f3.pdf) দেখুন।

আবেদন করার শেষ তারিখ: ইন্ডিয়ান অয়েলের এক্সিকিউটিভ পদে আবেদন করতে ইচ্ছুক যোগ্য ব্যাক্তিদের আগামী ২২শে মার্চের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বড় সুযোগ, দেখেনিন আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা।

আবেদন করার পদ্ধতি: ইন্ডিয়ান অয়েলের এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে আপনাকে https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main?adv=116 পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনাকে ৩০০ টাকার আবেদন ফি দিতে হবে। তবে আপনি যদি SC/ST/ESM শ্রেণীর প্রার্থী হন তাহলে আপনাকে কোনও আবেদন ফি দিতে হবেনা।

👉 India Post Recruitment: গাড়ি চালাতে জানলেই পাবেন Post Office-এ চাকরি, ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকার বেতনে।

👉 Jio Recharge Plan: জিও গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার, এখন মাত্র ১৪৯ টাকায় পেয়ে যান আনলিমিটেড কল সহ প্রতিদিন ১ জিবি ডেটা।

👉 মাছ চাষীদের ব্যাঙ্ক আকাউন্টে রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার টাকা করে, দেখেনিন বিস্তারিত।

👉 PMJJBY Government Scheme: মোদী সরকারে এই প্রকল্প থেকে পেয়ে যান ২ লক্ষ টাকার আর্থিক সুবিধা। এখনই আবেদন করুন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন