Central Bank of India Recruitment 2023: ব্যাঙ্কের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় খবর, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিপুল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। অবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বয়স, খালি পদ, বেতন ও সময়সীমা সম্পর্কে জানতে পড়তে থাকুন।
সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশকিছু খালি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৪৭ টি খালি পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। এই খালি পদ গুলির মধ্যে মোট ১৩৬ টি টেকনিক্যাল পদের এবং ১১ টি ফাংশনাল পদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার নিয়ে BE/B. Tech পাস করতে হবে।
এছাড়া প্রার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২২ অনুযায়ী ২৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর, প্রতিবন্ধী SC/ST প্রার্থীদের জন্য ১৫ বছর, প্রতিবন্ধী SC/ST প্রার্থীদের জন্য ১৩ বছর, প্রতিবন্ধী GEN প্রার্থীদের জন্য ১০ বছর এবং প্রাক্তন সেনাদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে।
আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আগামী ১৫ই মার্চের মধ্যে আবেদন করতে পারেন। এপ্রসঙ্গে জানিয়েদি যে, আবেদন প্রক্রিয়া গত ২৮শে ফেব্রুয়ারি থেকে চালু হয়ে গেছে। এক্ষেত্রে আবেদনকারী ব্যাক্তি ১০০০ টাকার আবেদন ফি দিয়ে https://ibpsonline.ibps.in/cbismamjan23/ থেকে আবেদন করতে পারে। তবে আবেদনকারী ব্যাক্তি যদি SC/ST/OBC শ্রেণীর হয় অথবা মহিলা অথবা প্রতিবন্ধী হলে এক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবেনা।
India Post Recruitment: গাড়ি চালাতে জানলেই পাবেন Post Office-এ চাকরি, ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকার বেতনে।
এবিষয়ে অতিরিক্ত জানতে আপনারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://www.centralbankofindia.co.in/sites/default/files/Final_IT%20SPL%20SCALE%201234%20Recruitment%20Notification%20_CM_SM%20-%20revised.pdf) দেখতে পারেন।
👉 বাজারে এল নতুন পাখা। লাগবেনা আর এসি, এবার পাখা চালালেই কমবে ১২ ডিগ্রি তাপমাত্রা।
👉 মাত্র ৫০০০০ টাকা দিয়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে দেড় লাখ টাকা আয় করার সুযোগ
👉 LPG cylinder price hike: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! মাসের শুরুতেই বাড়লো রান্নার গ্যাসের দাম।