SBI CBO Recruitment: এসবিআই ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ, ৫২৮০ টি শূন্যপদে চলছে নিয়োগ

State Bank of India is recruiting for 5280 vacancies

SBI CBO Recruitment: দেশের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বিপুল সংখক খালি পদে চলছে নিয়োগ। এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে ৫২৮০ টি সার্কেল বেসড অফিসারের পদে নোয়োগের জন্য চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। আসুন বিস্তারিত জেনেনি এসবিআই এর এই নিয়োগ সম্পর্কে।

শূন্যপদের বিবরণ: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা দেশের এসবিআই এর বিভিন্ন সার্কেল মিলিয়ে এই ৫২৮০ টি শূন্যপদে নিয়োগ হবে। এক্ষেত্রে কলকাতা সার্কেলে মোট ২৩০ টি শূন্যপদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এছাড়া আহমেদাবাদ সার্কেল ৪৩০টি পদে, অমরাবতীর ৪০০টি, বেঙ্গালুরুর ৩৮০টি, ভোপালের ৪৫০টি, ভুবনেশ্বরের ২৫০টি, চণ্ডীগড়ের ৩০০টি, চেন্নাই এর ১২৫টি, নর্থ ইস্টের ২৫০টি, হায়দ্রাবাদের ৪৫০টি, জয়পুরের ৫০০টি, লখনউ এর ৬০০টি, মহারাষ্ট্রর ৩০০টি, মুম্বাই মেট্রোর ৯০টি, নয়াদিল্লি ৩০০টি এবং তিরুবনন্তপুরম ২৫০টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এর সঙ্গে যাদের কাছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদির যোগ্যতা রয়েছে তারাও আবেদন করতে পারবে।

বয়সসীমা: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ সের কম এবং ৩০ এর বেশি হওয়া যাবে না। এক্ষেত্রে প্রার্থীর জন্ম তারিখ ১লা নভেম্বর ১৯৯৩ থেকে ৩১শে অক্টোবর ২০০২ এর মধ্যে হতে হবে। তবে বিশেষ বিভাগের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় রয়েছে।

আবেদনের পদ্ধতি: এসবিআই এর উক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের https://bank.sbi/web/careers পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: এসবিআই এর সার্কেল বেসড অফিসারের পদে আবেদনের পক্রিয়া ২২শে নভেম্বর থেকে শুরু করে ১২ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।

আবেদনের ফি: জেনারেল বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি হল ৭৫০ টাকা। তবে যারা SC, ST এবং PwD বিভাগের অন্তর্গত তাদের কোনোরকম আবেদন ফি দিতে হবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন