দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল। মাসের শুরুতেই বেড়েছে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম। এবার এরই মধ্যে কপালে চিন্তার ভাঁজ গভীর করার মতো একটি খবর উঠে আসছে। প্রসঙ্গত আগামী পয়লা এপ্রিল থেকে ৫ থেকে ১০ শতাংশ হরে বাড়তে চলেছে টোল ট্যাক্স।
২০২৩-২৪ আর্থিক বর্ষের শুরু থেকে অর্থাৎ আগামী ১লা এপ্রিল থেকে বাড়তে চলেছে এক্সপ্রেসওয়েতে যাতায়াত করার খরচ। সংবাদ সূত্রে জানা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) সামনের মাস থেকে এক্সপ্রেসওয়েতে যাতায়াত করার টোল ট্যাক্সে ৫ থেকে ১০ শতাংশে বৃদ্ধি আনতে চলেছে।
সূত্র অনুযায়ী হালকা গাড়ির ক্ষেত্রে ৫ শতাংশ এবং ভারী গাড়ির ক্ষেত্রে ১০ শতাংশ হরে ট্যাক্স বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত প্রতক্ষ এবং অপ্রত্যক্ষ ভাবে দেশের মধ্যবিত্তকে প্রভাবিত করতে চলেছে। একদিকে যেমন টোল ট্যাক্স বৃদ্ধির কারণে সাধারণ মানুষের এক্সপ্রেসওয়েতে যাতায়াত করার খরচ বাড়াবে তেমন অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের পরিবহনেরও খরচ বাড়বে, আর পরিবহনের খরচ বাড়লে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস গুলির দাম।
এপ্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, বর্তমানে এক্সপ্রেসওয়েতে যাতায়াত করার জন্য প্রতি কিলোমিটার ২.১৯ টাকা টোল ট্যাক্স দিতে হয়। এবার এই ট্যাক্সের পরিমান ৫ থেকে ১০ শতাংশ বাড়তে চলেছে।
বর্তমানে টোল প্লাজার একটি নির্দিষ্ট এলাকার মধ্যে বসবাসকারী ব্যাক্তিদের উপরে যাতায়াত করার জন্য কোনও টোল ট্যাক্স লাগেনা। তবে টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের মাসিক ৩১৫ টাকার ফি দিতে হয়। এই ফি দিয়ে তারা যত খুশি বার টোল প্লাজার মধ্যে দিয়ে যেতে পারে।
👉 পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।
👉 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বড় সুযোগ, দেখেনিন আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা।
👉 India Post Recruitment: গাড়ি চালাতে জানলেই পাবেন Post Office-এ চাকরি, ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকার বেতনে।