পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।

অগ্নিপথ যোজনার ২০২৩-২৪ এর অগ্নিবীরদের নিয়োগ করার জন্য ভারতীয় সেনার কলকাতা রিক্রুটিং অফিস থেকে সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার যোগ্য প্রার্থীদের অগ্নিপথ যোজনার অন্তর্গত ভারতীয় সেনাতে নিয়োগ করা হবে। ভারতীয় সেনা এই সকল জেলার অবিবাহিত পুরুষ প্রার্থীদের অগ্নিবীর হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

Indian Army Agniveer Recruitment from Kolkata RO

সম্প্রতি ভারতীয় সেনা এক বিজ্ঞপ্তির মাধ্যমে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক/স্টোরকিপারঅগ্নিবীর ট্রেডসম্যান পদের নিয়োগের কথা ঘোষণা করেছে। এক্ষেত্রে আবেদন করার যোগ্যতা ও বয়সসীমা নিম্নরূপ।

অগ্নিবীর জেনারেল ডিউটি পদে আবেদন করার জন্য পার্থীকে মাধ্যমিকে ন্যূনতম গড় ৪৫ শতাংশ এবং প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া যেসব প্রার্থীর কাছে লাইট মোটর ভেইক্যল ড্রাইভিং লাইসেন্স থাকবে তাদের ড্রাইভার পদের নিয়োগের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বড় সুযোগ, দেখেনিন আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা।

অগ্নিবীর টেকনিক্যাল পদে আবেদন করার জন্য পার্থীকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংরেজি সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম গড় ৫০ শতাংশ এবং প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস হতে হবে। অথবা পার্থীকে ন্যূনতম গড় ৫০ শতাংশ এবং প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে তার পাশাপাশি তাকে ২ বছরের জন্য আইটিআই অথবা ডিপ্লোমা কোর্স করতে হবে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল (https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Final_noftn__male__RO__HQ__as_on_14_Feb_23.pdf) বিজ্ঞপ্তিটি দেখুন।

Indian Air Force Recruitment: অগ্নিপথ স্কিমের অন্তর্গত ভারতীয় বায়ু সেনাতে অগ্নিবীরদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বায়ু সেনা। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

অগ্নিবীর ক্লার্ক/স্টোরকিপার পদে আবেদন করার জন্য পার্থীকে ন্যূনতম গড় ৬০ শতাংশ নম্বর এবং প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

অগ্নিবীর ট্রেডসম্যান পদে আবেদন করার জন্য পার্থীকে ন্যূনতম প্রত্যেক বিষয়ে ৩৩ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস অথবা ৮ পাস হতে হবে।

Agnipath Scheme: অগ্নিপথ স্কিমে বড়ো পরিবর্তন। নিয়গ যোগ্যতার মাপকাঠিতে পরিবর্ত আনলো সেনা।

এই সকল পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর জন্ম তারিখ ১লা অক্টোবর ২০০২ থেকে ১লা এপ্রিল ২০০৬ সালের মধ্যে হতে হবে।

অগ্নিবীরের এই পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের জানিয়েদি যে, গত ১৬ই ফেব্রুয়ারি থেকে এই পদের জন্য অনলাইন আবেদন পক্রিয়া শুরু হয়ে গেছে যা আগামী ১৫ই মার্চ পর্যন্ত চলবে। আপনি https://joinindianarmy.nic.in/ পোর্টাল থেকে আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে আরো জানিয়েদি যে, আগামী ১৭ই এপ্রিল থেকে অগ্নিপথ যোজনার ২০২৩-২৪ এর অগ্নিবীরদের পরীক্ষা নেওয়া হবে।

👉 PMJJBY Government Scheme: মোদী সরকারে এই প্রকল্প থেকে পেয়ে যান ২ লক্ষ টাকার আর্থিক সুবিধা। এখনই আবেদন করুন।

👉 ১০০ দিনের কাজ দিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাশ্রী প্রকল্পে জব কার্ডধারীরাদের দেওয়া হবে কাজ।

👉 Atal Pension Yojana: মোদী সরকারের বিশেষ প্রকল্প, বৃদ্ধ ব্যাক্তিরা এখন প্রতিমাসে পাবে ৫ হাজার টাকা করে।

👉 বাজারে এল নতুন পাখা। লাগবেনা আর এসি, এবার পাখা চালালেই কমবে ১২ ডিগ্রি তাপমাত্রা।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন