পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

Wb Health Recruitment 2023: পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরে চাকরির দারুন সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ দপ্তর একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩ হাজার থেকে ৩৫ হাজার টাকার বেতনের চাকরিতে নিয়োগ চলছে বলে জানা যাচ্ছে। এই চাকরিতে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও বয়সসীমা জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

Wb Health Recruitment 2023

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ ধরণে পদে মোট ১৯ টি শুন্য পদে চাকরির নিয়োগ চলছে। এই ১৯টি খালি পদ গুলির মধ্যে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের ২ টি পদে, ব্লক ডাটা ম্যানেজারের ১টি পদে, VBD টেকনিক্যাল সুপারভাইজারের ৪ টি পদে, ফিজিওথেরাপিস্ট এর ১টি পদে এবং কমিউনিটি হেলথ এসিস্টেন্ট এর ১১ টি পদে নিয়োগ চলছে। এই পদ গুলিতে আবেদন করার যোগ্যতা ও বয়সসীমা নিন্মরূপ।

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম জীবন বিজ্ঞানে B.Sc করতে হবে এবং MS Office সফটওয়্যার চালাতে জানতে হবে। তবে জীবন বিজ্ঞানে M.Sc করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

IOCL Recruitment 2023: ১ লক্ষ ২০ হাজার টাকার বেতনে ইন্ডিয়ান অয়েলে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন যোগ্যতা ও আবেদন করার পদ্ধতি।

ব্লক ডাটা ম্যানেজার: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম গ্রাজুয়েট হতে হবে তার পাশাপাশী ১ বছেরর কম্পিটারের ডিপ্লোমা করতে হবে এবং প্রার্থীর কাছে ডেটা রেকর্ডিং ও এনালাই করার অভিজ্ঞতা থাকতে হবে।

VBD টেকনিক্যাল সুপারভাইজার: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে গ্রাজুয়েট হতে হবে এবং প্রার্থীর কাছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

BSF Recruitment 2023: ভারতীয় সেনাতে চাকরির সুবর্ণ সুযোগ, BSF-এ বিপুল সংখ্যাই নিয়োগ চলছে।

ফিজিওথেরাপিস্ট: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে ফিজিওথেরাপি তে গ্রাজুয়েট হতে হবে এবং প্রার্থীর কাছে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কমিউনিটি হেলথ এসিস্টেন্ট: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে ANM কোর্স অথবা GNM কোর্স করতে হবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে।

উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ব্লক পাবলিক হেলথ ম্যানেজার চাকরির জন্য ৩৫ হাজার টাকা, ব্লক ডাটা ম্যানেজার চাকরির জন্য ২২ হাজার টাকা, VBD টেকনিক্যাল সুপারভাইজার চাকরির জন্য ২২ হাজার + POL ২ হাজার টাকা, ফিজিওথেরাপিস্ট চাকরির জন্য ২০ হাজার টাকা এবং কমিউনিটি হেলথ এসিস্টেন্ট চাকরির জন্য ১৩ হাজার টাকা বেতন নির্ধারিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।

এই পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আগামী ১৭ই মার্চের মধ্যে আবেদনের ফর্মটিকে ফিলাপ করে এই ঠিকানায় (Office of the Chief Medical Officer of Health & Member Secretary, District Health & Family Welfare Samity , Karnajora, Raiganj , Dist- Uttar Dinajpur , Pin- 733130) পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে আবেদন কারীকে ১০০ টাকার আবেদন ফি আগে থেকে জমা করতে হবে এবং তার রসিদটা ফর্মের সাথে পাঠাতে হবে। তবে আবেদনকারী যদি রিজার্ভড শ্রেণীর হয় তাহলে তাকে ৫০ টাকার ফি দিতে হবে।

এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/5789.pdf) দেখুন।

👉 Jio Recharge Plan: জিও গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার, এখন মাত্র ১৪৯ টাকায় পেয়ে যান আনলিমিটেড কল সহ প্রতিদিন ১ জিবি ডেটা।

👉 মাছ চাষীদের ব্যাঙ্ক আকাউন্টে রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার টাকা করে, দেখেনিন বিস্তারিত।

👉 India Post Recruitment: গাড়ি চালাতে জানলেই পাবেন Post Office-এ চাকরি, ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকার বেতনে।

👉 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বড় সুযোগ, দেখেনিন আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন