India Post Recruitment: গাড়ি চালাতে জানলেই পাবেন Post Office-এ চাকরি, ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকার বেতনে।

একদিকে যেমন অনিশ্চিত আর্থিক পরিস্থিতির কারণে চাকরি যাচ্ছে হাজার হাজার মানুষের। তেমন অন্যদিকে ভারতীয় ডাক যুব সমাজকে আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার জন্য সম্প্রতি একটি চাকরির বিজপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে মাধ্যমিক পাস ব্যাক্তি যারা ভালো ভাবে গাড়ি চালাতে পারে তাদের পোস্ট অফিসে নিয়োগ করা হবে।

india post recruitment for staff car driver

গত ২৭শে ফেব্রুয়ারি ভারতীয় ডাক একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। এই অনুযায়ী ভারতীয় ডাক, স্টাফ গাড়ির ড্রাইভারের ৫৮ টি খালি পদে নিয়গ হচ্ছে বলে জানা যাচ্ছে। এবিষয়ে জানিয়েদি যে, এই চাকরিতে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকার বেতন পাবে কর্মচারীরা।

India Post Payment Bank: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে চাকরির বড়ো সুযোগ। বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো ভারতীয় পোস্ট

ভারতীয় ডাকের, স্টাফ গাড়ির ড্রাইভার পদে আবেদন করার জন্য আবেদন কারির বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST দের জন্য অতিরিক্ত ৫ বছর এবং OBC দের জন্য অতিরিক্ত ৩ বছরের ছাড় আছে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে হালকা গাড়ি থেকে শুরু করে ভারী গাড়ি সকল রকমের গাড়ি চালানোর ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া গাড়ির ছোট খাটো সমস্যা ঠিক করা জানতে হবে।

Indian Air Force Recruitment: অগ্নিপথ স্কিমের অন্তর্গত ভারতীয় বায়ু সেনাতে অগ্নিবীরদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বায়ু সেনা। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

ভারতীয় পোস্টের এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের ৩১শে মার্চের আগে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে (https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_28022023_MMS_TN_Eng.pdf) দেওয়া ফর্মটিকে ডাউনলোড করে ফিলাপ করে এই ঠিকানায় (The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai- 600006) পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার আবেদন পত্রের সঙ্গে আপনাকে একটি ১০০ টাকার মানি অর্ডার পাঠাতে হবে। তবে আবেদনকারী যদি SC/ST অথবা মহিলা হন তাহলে কোনো ফি দিতে না হবেনা।

👉 বাজারে এল নতুন পাখা। লাগবেনা আর এসি, এবার পাখা চালালেই কমবে ১২ ডিগ্রি তাপমাত্রা।

👉 মাত্র ৫০০০০ টাকা দিয়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে দেড় লাখ টাকা আয় করার সুযোগ

👉 LPG cylinder price hike: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! মাসের শুরুতেই বাড়লো রান্নার গ্যাসের দাম।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন