ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের সুলভ রিচার্জ প্ল্যানগুলির জন্যে সব সময়ই চর্চার মধ্যে থাকে। এবার রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের চমকে দেওয়ার জন্য নিয়ে এসেছে একটি নতুন অফার। এখন জিও গ্রাহকরা দেড়শো টাকার কার মধ্যেই পাবে প্রতিদিনের ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কল।
দেশের সবথেকে বড়ো টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর ১৪৯ টাকার প্ল্যানে গ্রহকরা প্রতিদিন ১ জিবি করে 4G ডেটা, আনলিমিটেড কলের সুবিধা পাবে। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে আপনি প্রতিদিন ১০০ টি পর্যন্ত এসএমএস বিনামূল্যে পাঠাতে পারেন।
তবে এই ১৪৯ টাকার প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে যে এই প্ল্যানটি শুধুমাত্র ২০ দিনের জন্যই বৈধ। অন্য কথাই বলতে গেলে আপনি এই প্ল্যান থেকে ২০ জিবি ডেটা পাবেন।
বাড়তে চলেছে মোবাইল রিচার্জের বিল। এই বছর থেকেই বাড়বে আপনার মোবাইল রিচার্জে খরচ।
এছাড়া জিওর এই ১৪৯ টাকার প্ল্যানে আপনি জিওর অন্যান্য সুবিধা যেমন- জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের সুবিধাও বিনামূল্যে পেয়ে যাবেন। আপনি জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সিনেমা, ওয়েব সিরিজ ইত্যাদি দেখতে পারেন। জিও টিভিতে আপনি ক্রিকেট, সিরিয়াল ইত্যাদি দেখতে পারেন। অন্যদিকে আপনি জিও সিকিউরিটির মাধ্যমে আপনার ফোনকে সুরক্ষিত রাখার সুবিধা পান এবং জিও ক্লাউডের মাধ্যমে আপনি আপনার ডেটাকে ইন্টারনেট স্টোরেজে সঞ্চয় করার সুবিধা পান।
Vi Free Data: ফ্রিতে পান ২ জিবি ডেটা। নেট শেষ হয়ে গেলেই বিনামূল্যে পাবেন ২ জিবি ডেটা।
এবিষয়ে আপনি যদি এয়ারটেল অথবা ভোডাফোনের এইরকম প্ল্যান খুঁজিতে যান তাহলে আপনি কিছুই পাবেন না। প্রসঙ্গত এয়ারটেলের ১৫৫ টাকার প্ল্যানে আপনি ২৮ দিনের জন্য আনলিমিটেড কল পাবেন এবং তার সঙ্গে ১ জিবি ডেটা ও ৩০০ টি এসএমএস পাবেন। এখানে খেয়াল রাখবেন যে আপনি এয়ারটেলের এই প্ল্যানে ২৮ দিনের জন্য ১ জিবি ডেটা পাবেন, প্রতিদিনের ১ জিবি ডেটা নয়।