রাজ্যের যুব সমাজকে আর্থিক ভাবে স্বনির্ভর করার স্বপ্ন নিয়ে রাজ্য সরকার বেশকিছু প্রকল্প শুরু করেছে। এবং এই প্রকল্প গুলির মধ্যে থেকে একটি প্রকল্পে রাজ্যের বেকার যুবক ও মত্স্যজীবীদের আর্থিক ভাবে স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার তাদের ব্যাঙ্ক আকাউন্টে ৫০০০ টাকা করে দিতে চলেছে।
রাজ্যের মত্স্যজীবীদের আর্থিক ভাবে সুবিধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে ৪ কোটি টাকার বাজেট ইতিমধ্যেই বরাদ্দ করেছে। এই টাকা রাজ্যের মত্স্যজীবীদের দেওয়া হবে।
প্রসঙ্গত মত্স্যজীবীদের সাহায্য করার জন্য এর আগে রাজ্য সরকার মত্স্যজীবীদের মাছ চাষ করার জন্য সরাসরি মাছ দিতো তবে এবারে এই নিয়মে বড়ো পরিবর্তন করলো রাজ্য সরকার। সূত্রের অনুযায়ী জানা যাচ্ছে এবার থেকে রাজ্য সরকার সেই সকল মাছ চাষীদের ব্যাঙ্ক আকাউন্টে টাকা দিবে যারা চারা মাছ কিনে তা বড়ো করে বিক্রি করে।
এই কর্মসূচিতে বর্তমানে মৎস চাষীদের মাথাপিছু ১০০০ টাকা করে দেওয়া হবে। সুবিধাভোগীরা এই টাকা সঠিক জায়গায় ব্যবহার করলেই তাদেরকে পরের কিস্তিটি দেওয়া হবে। এবিষয়ে রাজ্য সরকার জেলার মৎস বিভাগের উপর এই টাকার সদ ব্যবহারের হচ্ছে নাকি তা দেখার দায়িত্ব দিয়েছে।