বর্তমানে পেট্রোলের দাম পেরিয়েছে ১০০ টাকার সীমা। এখন বাজারে প্রায় ১০৫ থেকে ১১০ টাকার মধ্যে চলেছে পেট্রোলের দাম। এবং এরই মাঝে উঠে আসছে পেট্রোল পাম্প এর নতুন স্ক্যাম। খুব সহজেই ঠকে যাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতে আপনাদের সতর্ক করার জন্য আমরা আজকের এই প্রতিবেনটি নিয়ে এলাম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ধরণের বেশ কিছু ঘটনা উঠে এসেছে যেখানে ভেজাল তেল অথবা কাঁটায় জালিয়াতি করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে বেশকটি পেট্রল পাম্প।
যেখানে বাজারে বেশির ভাগ পেট্রোল পাম্প সৎ পথে ব্যবসা করছে সেখানে বেশকিছু অসৎ ব্যাবসায়ী সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য নিয়ে এসেছে নতুন অভিনব পদ্ধতি। তাই পেট্রল পাম্পে পেট্রল ভরার সময় সতর্ক থাকা উচিত।
এর আগেই বহুবার ভেজাল তেলের কারণে ভুগতে হয়েছে বহু মানুষকে। জানিয়ে রাখি যে ভেজাল তেলের কারণে একদিকে যেমন আপনি আর্থিক ভাবে ঠকেন তেমন অন্যদিকে আপনার গাড়ি অথবা বাইকেরও বিরাট ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে।
এই রকম পরিস্থিতে যদি আপনার পেট্রোলের বিশুদ্ধতার ওপর সন্দেহ থাকে তাহলে আপনি ফিল্টার পেপারের মাধ্যমে তা যাচাই করতে পারেন। জানিয়েদি যে প্রত্যেক পেট্রোল পাম্পে ফিল্টার পেপার রাখা বাঞ্চনীয়।
ফিল্টার পেপারে কয়েক ফোঁটা পেট্রোল দিয়ে আপনি পেট্রোলের বিশুদ্ধতা যাচাই করতে পারেন। ফিল্টার পেপারে পেট্রোল দেওয়ার পর কোনও দাগ থাকলেই বুঝবেন তেলে ভেজাল রয়েছে।
তবে এখন গ্রহকদের প্রতারণা করার জন্য বাজারে এসেছে এক অভিনব পদ্ধতি। এই পদ্ধতির নাম হচ্ছে শর্ট ফিউলিং।
উদাহরণ স্বরূপ এই পদ্ধতিতে আপনি যখন ৫০০ টাকার তেল ভরান তখন পেট্রল পাম্প ১০০ টাকার তেল ভোরে আপনাকে বলে যে ১০০ টাকার তেল ভোরে দিয়েছি। এর পর আপনি যখন ৫০০ টাকার তেল ভরার কথা আবার বলেন তখন পেট্রল পাম্প আপনাকে আরো ৪০০ টাকার তেল ভোরে দিয়েছে বলে জানাই। আপনি হয়তো ভাববেন যে আপনি ১০০ টাকা আর ৪০০ টাকার তেল মিলেই ৫০০ টাকার তেল ভড়িয়েছেন। কিন্তু না, এক্ষেত্রে আপনি মোট ৪০০ টাকার তেল ভড়িয়েছেন। অসৎ পাম্পের কর্মচারী প্রথমবার ১০০ টাকার তেল ভরার পর মিটারের রিডিং কে শুন্য না করে আরো ৩০০ টাকার তেল ভোরে আপনাকে মিটার দেখিয়ে বলে যে সে আরো ৪০০ টাকার তেল ভোরে দিয়েছি।
এই রকম পরিস্থিতি থেকে বাঁচতে সর্বদা মিটারের শুন্য চেক করে নেওয়া উচিত। পেট্রল পাম্পের প্রতি আপনার কোনো অভিযোগ থাকলে আপনি সেই অভিযোগ উক্ত পাম্পের সংস্থাতে জানাতে পারেন।
👉 বাড়তে চলেছে মোবাইল রিচার্জের বিল। এই বছর থেকেই বাড়বে আপনার মোবাইল রিচার্জে খরচ।
👉 ৩১শে মার্চের আগে সেরে নিন এই ৪ টি কাজ, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।
👉 Summer 2023: মেনে চলুন এই ৫টি টোটকা, তাহলেই পাখা চালালে ঠান্ডা হবে ঘর।