বাড়তে চলেছে মোবাইল রিচার্জের বিল। এই বছর থেকেই বাড়বে আপনার মোবাইল রিচার্জে খরচ।

এই মুহূর্তের বড়ো খবর, কয়েক মাসের মধ্যেই এয়ারটেল গ্রাহকদের পকেটে পরতে চলেছে টান। প্রসঙ্গত এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল এক সাংবাদিক বৈঠকে মোবাইল রিচার্জের দাম বাড়ার কথা জানান।

Mobile recharge bills are going to increase, Your mobile recharge cost will increase from this year

বিগত কয়েক বছরে বেশ কয়েক বার মোবাইল রিচার্জের দাম বেড়েছে। কয়েক বছর আগে যে প্লানের দাম ৩৯ টাকা ছিল তা এখন ৯৯ টাকা হয়ে গেছে। এই রকম ভাবে দাম বাড়ার ফলে চাপ বেড়েছে সাধারণ মানুষের পকেটে। এবার আরো একবার মোবাইল রিচার্জের দাম বাড়ার ইঙ্গিত দিলো এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল।

প্রসঙ্গত নতুন 5G প্রযুক্তির কারণে মোবাইল রিচার্জের দাম বাড়বে বলে কয়েক মাস আগেই জানিয়ে দিয়েছিলেন টেলিকম বিশেষজ্ঞরা। এবার এবিষয়ে সরাসরি ইঙ্গিত দিলো টেলিকম সংস্থা এয়ারটেল।

সম্প্রতি Mobile World Congress এর এক সাংবাদিক বৈঠকে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সাংবাদিকদের জানাই যে, ব্যাবসায় তেমন লাভ না হওয়ার কারণে তারা এবছরের জুন-জুলাই মাসের মধ্যে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে চলেছে।

Vi Free Data: ফ্রিতে পান ২ জিবি ডেটা। নেট শেষ হয়ে গেলেই বিনামূল্যে পাবেন ২ জিবি ডেটা।

সুনীল ভারতী মিত্তল এবিষয়ে আরো জানান যে, তাদের রিচার্জ প্ল্যানগুলির মূল্যবৃদ্ধি বাজারের অন্যান্য জিনিস গুলির মূল্যবৃদ্ধির তুলনায় তুলনামূলকভাবে কম। তাই এই রিচার্জের মূল্যবৃদ্ধির বিষয়টি তেমন ভাবে গ্রাহকদের প্রভাব করবেনা।

তিনি এদিন আরো জানান যে ব্যাবসায় লাভ না হলে তারা তাদের পসিরসেবা ও প্রযুক্তিকে সঠিক ভাবে বৃদ্ধি করতে পারবে না। এই করণেই ভারতী এয়ারটেল গ্রাহকদের 5G প্রযুক্তি ও ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য এই মূল্যবৃদ্ধির সিদ্বান্ত নিয়েছে।

Madhyamik Pariksha: পরীক্ষা শুরু হওয়ার আগেই ঘোষণা হলো রেজাল্টের দিন। এই দিনে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট।

ইতিমধ্যেই গত বছর, ডিসেম্বর মাসে এয়ারটেল তাদের ৯৯ টাকার সর্বনিম্ন প্রিপেইড রিচার্জ প্ল্যান ওড়িশা এবং হরিয়ানা রাজ্যে বন্ধ করে দিয়েছে। এর পর গত জানুয়ারি মাস থেকে এই প্ল্যানটি অন্ধ্রপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তর-পূর্ব, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ-পশ্চিম সহ আরও আটটি সার্কেলে বন্ধ হয়ে গেছে।

বর্তমানে এয়ারটেলের সর্বনিম্ন রিচার্জ প্ল্যান নিতে গেলে আপনাকে খরচ করতে হবে ১৫৫ টাকা। এই প্ল্যানে আপনি আনলিমিটেড কল সহ ৩০০ টি SMS এবং ১ জিবি ডেটা পাবেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন