ব্রেকিং নিউজ, মোদী সরকার ঘোষণা করলো এক নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে খুব সহজেই দ্বিগুণ হতে চলেছে আপনার টাকা। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে, আবেদন করার যোগ্যতাই বা কি। আজকের এই প্রতিবেদনে আমরা এই সকল তথ্য নিয়ে চলে এসেছি।
ইতিমধ্যেই মোদী সরকার পোস্ট অফিসের গ্রাহকদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য ঘোষণা করেছে বেশ কয়েকটি স্কিম। এই স্কিম গুলির মধ্যে অন্যতম একটি স্কিম হলো কিষাণ বিকাশ পত্র স্কিম। KVP অর্থাৎ কিষাণ বিকাশ পত্র প্রকল্পের পোস্ট অফিসের গ্রাহকদের টাকা দ্বিগুণ হতো ১২৩ মাসে। মানে ১০ বছর ৩ মাসে দ্বিগুণ হয়ে যেত গ্রাহকদের টাকা।
তবে সম্প্রতি এক বিজ্ঞপ্তি মাধ্যমে কিষাণ বিকাশ পত্র প্রকল্পে এক বড়ো পরিবর্তন নিয়ে এল কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, এখন এই প্রকল্পে গ্রাহকদের টাকা আরো দ্রুত দ্বিগুণ হতে চলেছে। এই প্রকল্পে এখন ১২৩ মাসের বদলে আপনার টাকা দ্বিগুণ হতে চলেছে ১২০ মাসে।
এই বিজ্ঞপ্তিতে সরকার সুদের হার ১.১০ শতাংশ বাড়িয়েছে। জানিয়ে রাখি যে কিষাণ বিকাশ পত্র প্রকল্পে পোস্ট অফিস আগে ৬.১০ শতাংশ সুদ দিতো এবং বর্তমানে এটাকে বাড়িয়ে ৭.২০ শতাংশ করা হয়েছে। এবং এই কারণেই এখন পোস্ট অফিস গ্রাহকদের টাকা দ্রুত দ্বিগুণ হতে চলেছে।
কিষাণ বিকাশ পত্র স্কিমে মাত্র ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করারও সুবিধা দিয়েছে সরকার। এই স্কিমে বিনিয়োগ করার কোনও ঊর্ধ্বসীমা এখনো জানা যায়নি। আরো জানিয়ে রাখি যে কিষাণ বিকাশ পত্র স্কিমে সিঙ্গেল এবং জয়েন্ট দুই ধরণের অ্যাকাউন্ট খুলরা সুবিধা থাকছে। এই স্কিমে বিনিয়োগকারী গ্রাহকরা স্কিমের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই টাকা তুলে নিতে পারেন। তবে বিনিয়োগকারীকে ৩০ মাস অর্থ আড়াই বছর এই স্কিমের সাথে যুক্ত থাকতে হবে।
Mahila Samman Scheme: মোদী সরকারের নুতুন চমৎকার। মহিলারা পাবেন ১৫০০০ টাকা করে – জানুন বিস্তারিত
কিষাণ বিকাশ পত্র প্রকল্পে বিনিয়োগ করার জন্য ইচ্ছুক ব্যাক্তিদের জানিয়ে দি যে, এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া আপনার বয়স ১৮ বছর অথবা তার বেশি হতে হবে। ১০ বছর বয়সের ঊর্ধ্বে নাবালকদের এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য অভিভাবকদের প্রয়োজন হবে।
👉 বাড়তে চলেছে মোবাইল রিচার্জের বিল। এই বছর থেকেই বাড়বে আপনার মোবাইল রিচার্জে খরচ।
👉 ৩১শে মার্চের আগে সেরে নিন এই ৪ টি কাজ, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।