মহিলাদের জন্য সুখবর, মোদী সরকার এক নতুন প্রকল্পের ঘোষণা করলো। এই প্রকল্পের অন্তর্গত মোদী সরকার মহিলাদের ১৫ হাজার টাকা করে দিতে চলেছে। হ্যাঁ, বন্ধুরা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের মাধ্যমে মা-বোনেরা ১৫০০০ টাকা করে পেতে চলেছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই নতুন প্রকল্পটির ব্যাপারেই বিস্তারিত জানতে চলেছি।
প্রসঙ্গত, ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পের ঘোষণা করেন। এই স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকার মহিলাদের দিতে চলেছে বিরাট আর্থিক সুবিধা।
এবারের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে, মহিলারা মাত্র ২ লক্ষ টাকা জমিয়ে পেয়ে যেতে পারেন একটা ভারী মাপের আর্থিক সুবিধা। এই স্কিমের মাধ্যমে সরকার মা-বোনেদের ৭.৫% হরে সুদ দিবে। অর্থাৎ, যদি কোনো মহিলা ২ লক্ষ টাকা জমাতে পারেন তাহলে তিনি ১৫০০০ টাকা করে পেয়ে যাবেন।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পের অন্যান্য সুবিধা গুলি:
১: এটি সরকারি প্রকল্প হওয়ার কারণে আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে।
২: আপনি এখান থেকে যেকোনো সময়ে আপনার টাকা তুলতে পারেন।
তবে আরো জানিয়ে রাখি যে এই প্রকল্পে আপনি ২ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন না। এবং এই প্রকল্পটি এখন শুধু মাত্র ২০২৫ সাল পর্যন্তই চলবে।
👉 বাড়তে চলেছে মোবাইল রিচার্জের বিল। এই বছর থেকেই বাড়বে আপনার মোবাইল রিচার্জে খরচ।
👉 ৩১শে মার্চের আগে সেরে নিন এই ৪ টি কাজ, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।
👉 Summer 2023: মেনে চলুন এই ৫টি টোটকা, তাহলেই পাখা চালালে ঠান্ডা হবে ঘর।