Pan Card Fine: প্যান কার্ডের এই নিয়ম না মানলেই লাগতে পারে জরিমানা। লাস্ট ডেট পার হওয়ার আগেই এই কাজটি করেনিন।

প্যান কার্ডের বর্তমান নিয়ম অনুযায়ী আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকলেই লাগতে পারে ১০০০০ টাকার জরিমানা। হ্যাঁ বন্ধুরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যেতে পারে এবং যদি সেই বন্ধ প্যান কার্ড আপনি ব্যবহার করেন তাহলে আপনার ওপরে লাগতে পারে ১০০০০ টাকার ফাইন।

Pan Card Fine

বর্তমান সময়ে প্যান কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে উঠেছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বড়ো মাপের টাকা লেনদেন সবকিছুতেই এখন প্যান কার্ডের প্রয়োজন হয়। তাই আপনাকে আপনার প্যান কার্ডকে সর্বদা আপটুডেট এবং চালু রাখা দরকার।

প্রসঙ্গত, আয়কর বিভাগ প্রত্যেক ব্যক্তিকে তার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড কে যুক্ত করার নির্দেশ দিয়েছে। আর ৩১শে মার্চের আগে এই কাজ না সারলেই বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ড।

টাকা লেনদেন অথবা KYC করার জন্য বন্ধ প্যান কার্ড ব্যবহার করলেই ফাইন। তাই এক্ষুনি জেনেনিন আপনার প্যান কার্ড, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে নাকি। আর যদি না থাকে তাহলে কিভাবে করবেন তা দেখেনিন।

আরো পড়ুন:- Madhyamik Routine 2023) আবারো বদলে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার রুটিন, জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে নতুন বিভ্রান্তি।

কিভাবে জানবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে নাকি?

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে নাকি তা দেখার জন্য আপনাকে https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে গিয়ে
“Link Aadhaar Status” অপশনে যেতে হবে। তার পর সেখানে আপনার প্যান নম্বর এবং আধার নম্বর দিয়ে “View Link Aadhaar Status” বাটনে কিল্ক করলেই আপনাকে দেখিয়ে দিবে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক আছে নাকি।

আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে আপনার কাছে ৩১শে মার্চ পর্যন্ত সময় আছে। আপনি ৩১শে মার্চের আগে ১০০০ টাকা জরিমানা দিয়ে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন।

আরো পড়ুন:- (PF Fund) এই হোলিতেই মোদী সরকার কোটি কোটি লোকের ব্যাংকে টাকা পাঠাবে। জানুন আপনার নামও আছে নাকি

কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন?

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে গিয়ে
“Link Aadhaar” অপশনে যেতে হবে। তার পর সেখানে আপনার প্যান নম্বর এবং আধার নম্বর দিয়ে “Validate” বাটনে কিল্ক করতে হবে। তারপর OTP ভেরিফিকেশন করে ফাইন পেমেন্ট করলেই কিছু দিনের মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

👉 Agniveer Reservation in BSF: অগ্নিবীরদের জন্য দারুন সুখবর, এখন থেকে BSF-এ ১০ শতাংশ আসন অগ্নিবীরদের জন্য বরাদ্দ।

👉 ATM Card: আপনার ATM কার্ডে রয়েছে ৫ লক্ষ টাকার বীমা। ATM কার্ডের এই সুবিধার ব্যাপারে জানেন না অনেকেই।

👉 PMKVY 4.0: চাকরির জন্যে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে মোদী সরকার। মাধ্যমিক পাস যুবক-যুবতীর জন্য বড়ো সুযোগ।

👉 ESIC Kolkata Recruitment 2023: ২ লক্ষ টাকার বেতনে কলকাতায় চাকরির সুযোগ, এখনই আবেদন করুন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন