আর্থিক বর্ষ ২০২২-২৩ শেষ হতে বাকি আছে হাতে গোনা আর মাত্র কটা দিন। প্রত্যেক বছরই আর্থিক বর্ষ শেষ হওয়ায় সঙ্গে সঙ্গে বদলে যায় বেশকিছু নিয়ম। এবং এবারেও অন্যান্য বছরের মতো ৩১শে মার্চের পর থেকে বদলে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।
নিয়ম বদলানোর পাশাপাশি আমাদের বেশকিছু কাজও সেরে নিতে হয় আর্থিক বর্ষ শেষ হওয়ার আগে। আজকের এই প্রতিবেদনে আমরা এমনি ৪ টি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করবো যেগুলি আপনাকে অবশ্যই ৩১শে মার্চের করে নেওয়া উচিত।
প্যান-আধার লিঙ্ক: আপনি যদি এখনো আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক না করান তাহলে আপনেকে তা ৩১সে মার্চের আগেই করে নিতে হবে। নাহলে আপনার প্যান কার্ড ৩১শে মার্চের পর থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনি আপনার নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে কোনও আর্থিক লেনদেন করতে পারবেনা। তাছাড়া আপনি যদি বন্ধ প্যান কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তাহলে আপনার উপর লাগতে পারে ১০০০০ টাকার জরিমানা সহ জেল।
এক্ষেত্রে আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ এ যেতে হবে। অফিসিয়াল পোর্টালের Quick Links বিভাগের অন্তর্গত Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে। Link Aadhaar অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে। ওই পেজে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে Validate বাটনে কিল্ক করতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে আগে থেকে ১০০০ টাকার পেমেন্ট করতে হবে।
LIC পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক: আপনি যদি LIC-র একজন গ্রাহক হন তাহলে আপনাকে এই কাজটি আগামী ৩১শে মার্চের মধ্যে অবশ্যই করে নিতে হবে। সম্প্রতি LIC তাদের গ্রাহকদের উদ্যেশে একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী যেসকল এলআইসি পলিসি হোল্ডার এখনো পর্যন্ত তাদের পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি তারা ৩১শে মার্চের আগে এই কাজটি করে নিতে পারে। ৩১শে মার্চের মধ্যে এই কাজ না করলে পলিসি ক্লেম করার সময় সমস্যা আসতে পারে। এবিষয়ে অতিরিক্ত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
ইনকাম ট্যাক্স সেভিং: আপনি যদি এখনও ২০২২-২৩ আর্থিক বর্ষের ট্যাক্স সেভিং করার জন্য SSY (সুকন্যা সমৃদ্ধি যোজনা), PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড), ELSS (ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম) ইত্যাদিতে বিনিয়োগ না করে থাকেন তাহলে তা ৩১শে মার্চের মধ্যে করতে হবে। কারণ ৩১শে মার্চের পর থেকে ২০২৩-২৪ অর্থ বর্ষ শুরু হয়ে যাবে।
PMVVY scheme: প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনায় আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের আগামী ৩১শে মার্চের মধ্যে এই যোজনায় আবেদন করতে হবে। ৩১শে মার্চের পর থেকে এই যোজনার আবেদন পক্রিয়া বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা হলো একটি পেনশন যোজনা এই প্রকল্পতে ৬০ বছরের ঊর্ধ্বে ব্যাক্তিদের পেনশন দেওয়া হয়।
👉 মাছ চাষীদের ব্যাঙ্ক আকাউন্টে রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার টাকা করে, দেখেনিন বিস্তারিত।