সম্প্রতি নতুন করে বাতিল করা হচ্ছে লক্ষ লক্ষ আধার কার্ড। জানুন কি কারণে Aadhaar Card বাতিল করা হচ্ছে, এবং কিভাবে আপনার আধার কার্ডটিকে সচল রাখবেন।
আজকের দিনে প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক ভাবে লাগছেই। যার ফলে দেশজুড়ে আধার কার্ডের গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। আর তাই আধার কার্ডের অপব্যাবহার রুখতে এবং আধার কার্ডকে সর্বক্ষেত্রে ব্যবহারের উপযোগী করার জন্য আধার কর্তৃপক্ষ UIDAI সময়ে সময়ে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে।
সম্প্রতি UIDAI এর পক্ষ থেকে এমনই একটি আধার সংক্রান্ত জরুরি আপডেট রিলিজ করা হয়েছে। UIDAI এর এই গুরুত্বপূর্ণ আপডেটে সকল ভারতীয় নাগরিকদের আধার কার্ড সচল রাখার জন্য একটি বিশেষ কাজ করতে বলা হয়েছে, এবং এই বিশেষ কাজটি সম্পন্ন না করলে ভবিষ্যতে আধার কার্ড বাতিল হবার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
Aadhaar UIDAI এর প্রকাশিত আপডেটে জানানো হয়েছে, যেসব নাগরিকদের আধার কার্ড ২০১২ সাল বা তার পূর্বে বানানো হয়েছিলো এবং সেইসময় থেকে এখনও পর্যন্ত একবারও আধার কার্ডের ভুল সংশোধন বা মোবাইল নম্বর আপডেট অথবা বায়োমেট্রিক তথ্য আপডেট করেননি তাদের আধার কার্ড খুব শীঘ্রই বাতিল হয়ে যেতে পারে।
এককথায় ১০ বছর বা তার চেয়েও বেশি সময়কার আগের আধার কার্ড ধারকরা যদি এখনো পর্যন্ত একবারও আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে সেইসব কার্ড বন্ধ করে দেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
UIDAI এর পক্ষ থেকে বিস্তারিত আরও জানানো হয়েছে যে, যেসব নাগরিকরা গত ১০ বছরের মধ্যে তাদের আধার কার্ডের ভুল সংশোধন অথবা বায়োমেট্রিক আপডেট করিয়েছেন তাদের আধার কার্ড আগের মতোই সক্রিয় বা সচল থাকবে। সুতরাং তাদেরকে নতুন কিছু করতে হবে না।
তবে যারা এই কাজটি এখনো পর্যন্ত একবারও করেনি, তাদেরকে আধার কার্ড বাতিল হওয়ার হাত থেকে বাঁচার জন্য খুব দ্রুত আধার কার্ড আপডেট বা আধার কার্ডের ই-কেওয়াইসি কমপ্লিট করতে হবে বলে জানানো হয়েছে। তাই আপনি যদি আপনার পুরোনো আধার কার্ডটি একবারও আপডেট অথবা ই-কেওয়াইসি না করিয়ে থাকেন তাহলে আপনাকেও খুব তাড়াতাড়ি আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার ই-কেওয়াইসি করিয়ে নিতে হবে।
আধার কর্তৃপক্ষ UIDAI নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে যে, তারা ইতিমধ্যেই এই ধরণের আধার কার্ড বাতিল করা শুরু করে দিয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক নন ই-কেওয়াইসি সম্পন্ন আধার কার্ড বাতিল করতে চলেছে।
এক্ষেত্রে UIDAI নাগরিকদের অত্যন্ত দ্রুত আধার ই-কেওয়াইসি অথবা আধার বায়োমেট্রিক ডেটা আপডেট করে নিতে বলেছে। তাই নন ই-কেওয়াইসি সম্পন্ন আধার কার্ডকে বাতিল হবার থেকে রুখতে আজই নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের ই-কেওয়াইসি করিয়ে নিন।
👉 পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।
👉 BSF Recruitment 2023: ভারতীয় সেনাতে চাকরির সুবর্ণ সুযোগ, BSF-এ বিপুল সংখ্যাই নিয়োগ চলছে।