ATM Card: আপনার ATM কার্ডে রয়েছে ৫ লক্ষ টাকার বীমা। ATM কার্ডের এই সুবিধার ব্যাপারে জানেন না অনেকেই।

২০২৩ এর এই নতুন ভারতে হয়তো হাতে গোনা মাত্র কয়েক জনই আছেন যাদের কাছে নিজেস্ব ব্যাংক আকাউন্ট নেই। ভারতের প্রায় সকল নাগরিকের কাছেই আছে নিজেস্ব ব্যাংক আকাউন্ট। আর ব্যাংক আকাউন্ট থাকার মানেই হলো আপনার কাছে একটি ATM কার্ডও আছে।

Your ATM card has life insurance Many people do not know about this facility of ATM card

আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে ATM কার্ড শুধু টাকা তোলা এবং অনলাইন পেমেন্ট করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু না, আপনার ATM কার্ডে লুকিয়ে রয়েছে আরো একটি সুবিধা। আপনার ATM কার্ডে রয়েছে ৫ লক্ষ টাকা পর্যন্তের বীমা কভারেজ।

বর্তমানে প্রায় সকল সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে তাদের গ্রাহকদের এটিএম কার্ড দেওয়া হয়। আপনার এটিএম কার্ড সরকারি ব্যাংকের হোক কিংবা বেসরকারি ব্যাংকের তাতে যায় আসে না। ভারতের প্রায় সকল এটিএম কার্ডেই আছে জীবন বীমার সুবিধা। সাধরণত এটিএম কার্ডে ২৫০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ দেওয়া হয়। তবে আপনার বীমা কভারেজের পরিমান কত হবে তা নির্ভর করে আপনার এটিএম কার্ডের শ্রেণী এবং কোম্পানির ওপর।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকার বদলে মিলবে ১০০০ টাকা। মহিলাদের মন জয় করার জন্য বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা।

যদি আপনার কাছে রুপে (RuPay) কার্ড থাকে তাহলে আপনি প্রায় ১ থেকে ২ লক্ষ টাকার জীবন বীমা পেতে পারেন। তবে যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল কার্ড যেমন ভিসা (Visa) অথবা মাস্টার কার্ডের (Mastercard) এটিএম কার্ড থাকলে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা পেতে পারেন। জীবন বীমা কভারেজের পরিমান সম্পর্কিত বিস্তারিত জানতে আপনি আপনার ব্যাংকের অফিসিয়াল ওযেবসাইটে যেতে পারেন অথবা আপনার ব্যাংকের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন।

এপ্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে এটিএম কার্ডের জীবন বীমার সুবিধা পেতে আপনার এটিএম কার্ডকে চালু রাখা দরকার। এছাড়াও এবিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন শর্ত রয়েছে।

Aadhaar Card News: বাতিল করা হলো লক্ষ লক্ষ আধার কার্ড। আপনার আধার কার্ড সচল রাখতে দ্রুত করুন এই কাজ, নাহলে!

এটিএম কার্ডের জীবন বীমার টাকা পাওয়ার জন্যে, মৃত ব্যাক্তির পরিবারকে ব্যাংকের সঙ্গে যোগযোগ করতে হবে। এক্ষেত্রে মৃত ব্যাক্তির ব্যাংক আকাউন্টের নমিনিকে ব্যাংকের সঙ্গে যোগযোগ করতে হবে।

👉 Mahila Samman Scheme: মোদী সরকারের নুতুন চমৎকার। মহিলারা পাবেন ১৫০০০ টাকা করে – জানুন বিস্তারিত

👉 ৫ লক্ষ টাকা করে পাবে ২ লক্ষ যুবক-যুবতী। জানুন কিভাবে পাবেন এই টাকা!

👉 SSC Recruitment 2023: মাধ্যমিক পাশে ৫৩৬৯ টি শূন্যপদে SSC-তে নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 LIC Policy: ৩১শে মার্চের আগে এই কাজ না করলেই পরতে হবে সমস্যায়। LIC পলিসি হোল্ডারদের সময় থাকতে এই কাজ করে নেওয়া উচিত।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন