হোলি উপলক্ষ্যে অগ্নিবীরদের জন্য মোদী সরকারের বড় উপহার। এখন থেকে BSF-এ ১০ শতাংশ আসন অগ্নিবীরদের জন্য বরাদ্দ থাকেব। এর পাশাপাশি অগ্নিবীররা বয়সের উর্ধ সীমাতেও অতিরিক্ত ছাড় পাবে বলে জানা যাচ্ছে। অগ্নিবীররা তাদের ৪ বছরে ডিউটি শেষ করার পর বর্ডার সিকিউরিটি ফোর্সে এবার খুব সহজেই যোগ দিতে পারবে।
প্রসঙ্গত গত ৬ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্সে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন বরাদ্দের কথা জানাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায় যে, বর্ডার সিকিউরিটি ফোর্সে যুক্ত হওয়ার বয়সের ঊর্ধ্বসীমা তেও বিশেষ ছাড় পাবে অগ্নিবীররা এছাড়া শারীরিক দক্ষতা পরীক্ষাতেও ছাড় দেওয়া হবে।
বয়সের উর্দ্ধসীমায় কত ছাড় দেওয়া হবে তা অগ্নিবীরের ব্যাচের উপর নির্ভর করবে। এক্ষেত্রে অগ্নিপথ স্কিমের প্রথম ব্যাচের অগ্নিবীরদের বয়সের উর্দ্ধসীমাতে ৫ বছর এবং তার পরের ব্যাচের অগ্নিবীরদের বয়সের উর্দ্ধসীমাতে ৩ বছরে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পশ্চিমবঙ্গে চলছে অগ্নিবীর নিয়োগ, ভারতীয় সেনার চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ।
প্রসঙ্গত অগ্নিপথ স্কিমের মাধ্যমে কোনও ব্যাক্তি যদি অগ্নিবীর হতে চাই তাহলে তার বয়স সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। এবং এই স্কিমের মাধ্যমে প্রার্থী তার জীবনের ৪ বছর দেশের সেবায় লাগাতে পারে। চার বছর ভারতীয় সেনাতে ডিউটি করার পর ২৫ শতাংশ অগ্নিবীরদের ভারতীয় সেনাতে স্থায়িভাবে নিয়োগ করা হয়। তবে এবার আরো ১০ শতাংশ অগ্নিবীর BSF-এ স্থায়িভাবে চাকরির সুযোগ পাবে।
👉 Petrol Pump Scam: পেট্রোল পাম্পে ঠকে যাচ্ছেন নাতো। এই নিয়ম না জানলেই ঠকতে পারেন আপনি।
👉 Mahila Samman Scheme: মোদী সরকারের নুতুন চমৎকার। মহিলারা পাবেন ১৫০০০ টাকা করে – জানুন বিস্তারিত
👉 ৫ লক্ষ টাকা করে পাবে ২ লক্ষ যুবক-যুবতী। জানুন কিভাবে পাবেন এই টাকা!