Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকার বদলে মিলবে ১০০০ টাকা। মহিলাদের মন জয় করার জন্য বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা।

২০২৩-২৪ আর্থিক বর্ষের বিধানসভা বাজেটে নতুন জনকল্যাণ মূলক প্রকল্প ঘোষণার পাশাপাশি চলতি প্রকল্প গুলিতেও বেশ কিছু সুবিধা যুক্ত করেছে রাজ্য সরকার। এই নতুন সুবিধা গুলির মধ্যে থেকেই একটি বিশেষ সুবিধা উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে। রাজ্য সরকার জানিয়েছে এখন থেকে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ এর বদলে পাবে ১০০০ টাকা।

Women above 60 years of age will from now on get Rs 1000 per month from Lakshmi Bhandar scheme

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে পেশ করার সময় জানান যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে মহিলারা এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে প্রতি মাসে পাবেন ১০০০ টাকা করে।

প্রসঙ্গত জানিয়ে রাখি যে বর্তমানে শুধুমাত্র ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন ও এর সুবিধা গুলি নিতে পারেন। এই প্রকল্পের অন্তর্গত সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং SC/ST ও OBC সম্প্রদায়ভুক্তরা মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পান। তবে কোনো মহিলার বয়স ৬০ বছর হয়ে গেলে বন্ধ হয়ে যেত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই সুবিধা গুলি।

৫ লক্ষ টাকা করে পাবে ২ লক্ষ যুবক-যুবতী। জানুন কিভাবে পাবেন এই টাকা!

কিন্তু এখন থেকে বদলে গেলো এই নিয়ম। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে এবার থেকে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে মহিলারা প্রতি মাসে পাবেন ১০০০ টাকা করে। তবে এই টাকা মিলবে বার্ধক্য ভাতা হিসেবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের যাতে ৬০ বছর বয়সের পরে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই সুবিধার মাধ্যমে সুবিধাভোগীরা ৬০ বছর বয়সের পরে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। এর ফলে মহিলাদের নতুন করে সমস্যার সম্মুখীন হতে হবে না।

Mahila Samman Scheme: মোদী সরকারের নুতুন চমৎকার। মহিলারা পাবেন ১৫০০০ টাকা করে – জানুন বিস্তারিত

প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবং এখন পর্যন্ত প্রায় ১.৯ কোটি মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন।

👉 Karma Sathi Scheme: বিরাট সুখবর, রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে দিতে চলেছে যুবকদের। জানুন কিভাবে পাবেন এই সুবিধা।

👉 Meta Verified Service: ফেসবুক-ইনস্টাগ্রামের ফ্রির দিন এখন অতীত! প্রতিমাসে লাগবে ১০০০ টাকা করে।

👉 Medhasree Scheme: হাজার হাজার ছাত্র ছাত্রীদের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। জানুন করা পাচ্ছে এই টাকা।

👉 SBI ATM Business Idea: ATM থেকে প্রতি মাসে আয় করুন ৪৫ থেকে ৯০ হাজার টাকা। SBI নিয়ে এল বড়ো সুযোগ।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন