ESIC Kolkata Recruitment 2023: ২ লক্ষ টাকার বেতনে কলকাতায় চাকরির সুযোগ, এখনই আবেদন করুন।

কর্মচারী রাজ্য বিমা নিগম (Employees’ State Insurance Corporation) সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে।অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতাই মোট ৭৫ টি শুন্য পদে নিয়োগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বেতন ও বয়সসীমা জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

ESIC Kolkata Recruitment 2023 for 75 post

গত ৬ই মার্চ কর্মচারী রাজ্য বিমা নিগম (ESIC) প্রফেসর, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য একটি নোটিফিকেশন জারি করে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী প্রফেসরের ৮টি শুন্য পদে, সহযোগী অধ্যাপকের ২০ টি শুন্য পদে এবং সহকারী অধ্যাপকের ৪৭টি শুন্য পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। এই পদ গুলিতে আবেদন করার যোগ্যতা ও বয়সসীমা নিম্নরূপ।

প্রফেসর: এই পদে আবেদন করার জন্য অবেদনকারীর কাছে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অবেদনকারীকে MD/MS/DNB হতে হবে। এছাড়াও বেশকিছু যোগ্যতার মাপদণ্ড আছে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

SSC Recruitment 2023: মাধ্যমিক পাশে ৫৩৬৯ টি শূন্যপদে SSC-তে নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

সহযোগী অধ্যাপক: এই পদে আবেদন করার জন্য অবেদনকারীর কাছে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অবেদনকারীকে MD/MS/DNB হতে হবে।

সহকারী অধ্যাপক: এই পদে আবেদন করার জন্য অবেদনকারীকে MD/MS/DNB হতে হবে।

উক্ত যোগ্যতা গুলি ছাড়াও বেশকিছু যোগ্যতা রয়েছে। এই যোগ্যতা গুলি জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি (https://www.esic.gov.in/attachments/recruitmentfile/f8094d8ffbc8bc633bc893b8d4d1be67.pdf) দেখুন।

EIL recruitment 2023: ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ৬০ থেকে ৭৫ হাজার টাকা।

এই পদ গুলিতে আবেদন করার ন্যূনতম কোনও বয়সের ব্যাপারে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে আবেদনকারীর বয়স ইন্টারভিউ এর দিন ৬৯ বছরে বেশি হয় যাবে না।

এক্ষেত্রে প্রফেসর পদের জন্য সর্বোচ্চ ২ লক্ষ ২২ হাজার ৫৪৩ টাকা, সহযোগী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ১ লক্ষ ৪৭ হাজার ৯৮৬ টাকা এবং সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ১ লক্ষ ২৭ হাজার ১৪১ টাকার মাসিক বেতন নির্ধারিত করা হয়েছে।

কর্মচারী রাজ্য বিমা নিগম এর এই পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আগামী ২০ই মার্চের মধ্যে আবেদন পত্র [email protected] ইমেল পাঠিয়ে দিতে হবে। আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করতে পারবে।

উচ্চমাধ্যমিক পাসে ১৮ হাজারের বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীকে ২২৫ টাকার আবেদন ফি দিতে হবে। তবে আবেদনকারী যদি SC/ST/ESIC/প্রাক্তন সৈনিক অথবা মহিলা হন তাহলে তাকে কোনও আবেদন ফি দিতে হবে না।

👉 ৫ লক্ষ টাকা করে পাবে ২ লক্ষ যুবক-যুবতী। জানুন কিভাবে পাবেন এই টাকা!

👉 LIC Policy: ৩১শে মার্চের আগে এই কাজ না করলেই পরতে হবে সমস্যায়। LIC পলিসি হোল্ডারদের সময় থাকতে এই কাজ করে নেওয়া উচিত।

👉 Sukanya Samriddhi Yojana (SSY): মোদী সরকারের এই প্রকল্প কন্যা সন্তানদের ৫ লক্ষ টাকা করে দিচ্ছে, এখনই আবেদন করুন।

👉 Aadhaar Card News: বাতিল করা হলো লক্ষ লক্ষ আধার কার্ড। আপনার আধার কার্ড সচল রাখতে দ্রুত করুন এই কাজ, নাহলে!

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন