কর্মচারী রাজ্য বিমা নিগম (Employees’ State Insurance Corporation) সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে।অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতাই মোট ৭৫ টি শুন্য পদে নিয়োগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বেতন ও বয়সসীমা জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।
গত ৬ই মার্চ কর্মচারী রাজ্য বিমা নিগম (ESIC) প্রফেসর, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য একটি নোটিফিকেশন জারি করে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী প্রফেসরের ৮টি শুন্য পদে, সহযোগী অধ্যাপকের ২০ টি শুন্য পদে এবং সহকারী অধ্যাপকের ৪৭টি শুন্য পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। এই পদ গুলিতে আবেদন করার যোগ্যতা ও বয়সসীমা নিম্নরূপ।
প্রফেসর: এই পদে আবেদন করার জন্য অবেদনকারীর কাছে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অবেদনকারীকে MD/MS/DNB হতে হবে। এছাড়াও বেশকিছু যোগ্যতার মাপদণ্ড আছে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
সহযোগী অধ্যাপক: এই পদে আবেদন করার জন্য অবেদনকারীর কাছে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অবেদনকারীকে MD/MS/DNB হতে হবে।
সহকারী অধ্যাপক: এই পদে আবেদন করার জন্য অবেদনকারীকে MD/MS/DNB হতে হবে।
উক্ত যোগ্যতা গুলি ছাড়াও বেশকিছু যোগ্যতা রয়েছে। এই যোগ্যতা গুলি জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি (https://www.esic.gov.in/attachments/recruitmentfile/f8094d8ffbc8bc633bc893b8d4d1be67.pdf) দেখুন।
এই পদ গুলিতে আবেদন করার ন্যূনতম কোনও বয়সের ব্যাপারে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে আবেদনকারীর বয়স ইন্টারভিউ এর দিন ৬৯ বছরে বেশি হয় যাবে না।
এক্ষেত্রে প্রফেসর পদের জন্য সর্বোচ্চ ২ লক্ষ ২২ হাজার ৫৪৩ টাকা, সহযোগী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ১ লক্ষ ৪৭ হাজার ৯৮৬ টাকা এবং সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ১ লক্ষ ২৭ হাজার ১৪১ টাকার মাসিক বেতন নির্ধারিত করা হয়েছে।
কর্মচারী রাজ্য বিমা নিগম এর এই পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আগামী ২০ই মার্চের মধ্যে আবেদন পত্র [email protected] ইমেল পাঠিয়ে দিতে হবে। আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করতে পারবে।
উচ্চমাধ্যমিক পাসে ১৮ হাজারের বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।
এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীকে ২২৫ টাকার আবেদন ফি দিতে হবে। তবে আবেদনকারী যদি SC/ST/ESIC/প্রাক্তন সৈনিক অথবা মহিলা হন তাহলে তাকে কোনও আবেদন ফি দিতে হবে না।
👉 ৫ লক্ষ টাকা করে পাবে ২ লক্ষ যুবক-যুবতী। জানুন কিভাবে পাবেন এই টাকা!