SSC Recruitment 2023: মাধ্যমিক পাশে ৫৩৬৯ টি শূন্যপদে SSC-তে নিয়োগ চলছে। দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এবং উচ্চশিক্ষায় পাস চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন পদের ৫৩৬৯টি শুন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য নোটিফিকেশন জারি করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ এর Selection Post Examination Phase XI অন্তর্গত এই নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।

SSC Selection Post Phase XI Recruitment 2023 for 5369 post

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন গত ৬ই মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পাস প্রার্থীদের বিভিন্ন পদে মোট ২০৭৪ টি শুন্য পদ রয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পাস প্রার্থীদের জন্য মোট ১৯৯৩ টি এবং গ্রাজুয়েশন এবং তদূর্ধ্ব স্তরে প্রার্থীদের জন্য ১২৬৫ টি খালি পদ রয়েছে।

যোগ্য ব্যাক্তিরা স্টাফ সিলেকশন কমিশনের অনলাইন পোর্টাল https://ssc.nic.in/Registration/Home থেকে আবেদন করতে পারবে। তবে এক্ষত্রে খেয়াল রাখতে হবে যে অনলাইন আবেদন করার শেষ তারিখ ২৭শে মার্চ নির্ধারিত করা হয়েছে। প্রসঙ্গত জানিয়েদি যে, অনলাইন আবেদন পক্রিয়া গত ৬ই মার্চ থেকে শুরু হয়ে গেছে।

উচ্চমাধ্যমিক পাসে ১৮ হাজারের বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

এক্ষত্রে আবেদন করার জন্য আবেদনকারীকে ১০০ টাকার আবেদন ফি দিতে হবে। তবে আবেদনকারী প্রার্থী যদি মহিলা হন অথবা SC/ST/PWD/ESM শ্রেণীর হন তাহলে তাকে কোনও রকম আবেদন ফি দিতে হবেনা। এবিষয়ে আবেদন ফি জমা করার শেষ তারিখ ২৮শে মার্চ নির্ধারিত করা হয়েছে।

এই পরীক্ষাতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের জানিয়েদি যে, আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১লা জানুয়ারি ২০২৩ অনুযায়ী ১৮ বছর হতে হবে। এক্ষেত্রে আবেদনকারী সর্বোচ্চ বয়স ভিন্ন ভিন্ন পদ অনুসারে ২৫, ২৭, ২৮ ও ৩০ বছর নির্ধারিত করা হয়েছে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি (https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_06032023.pdf) দেখতে পারেন। এছাড়া SC/ST/PWD/ESM ও অন্যান্য শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্দ্ধসীমায় ছাড় আছে।

👉 EIL recruitment 2023: ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ৬০ থেকে ৭৫ হাজার টাকা।

👉 সামনের মাস থেকে বাড়ছে টোল ট্যাক্স, টোলট্যাক্স বাড়ার পাশাপাশী বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

👉 পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 IOCL Recruitment 2023: ১ লক্ষ ২০ হাজার টাকার বেতনে ইন্ডিয়ান অয়েলে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন যোগ্যতা ও আবেদন করার পদ্ধতি।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন