LIC Policy: ৩১শে মার্চের আগে এই কাজ না করলেই পরতে হবে সমস্যায়। LIC পলিসি হোল্ডারদের সময় থাকতে এই কাজ করে নেওয়া উচিত।

বর্তমানে দেশের প্রায় সকল ব্যাক্তির কাছেই একটি করে জীবন বীমা রয়েছে। দেশে প্রচলিত বীমা গুলির মধ্যে সবথেকে প্রসিদ্ধ বীমা হলো এলআইসি (LIC) কোম্পানির বীমা। এবং এই এলআইসি (LIC) থেকেই উঠে আসছে এই মুহূর্তের সবথেকে বড়ো।

LIC policy holders should do this before March 31, otherwise there may be big trouble

সম্প্রতি ভারতীয় জীবন বীমা সংস্থা এক নটিফিকেশন জারি করে জানাই যে, পলিসি হোল্ডাররা যদি এখনো পর্যন্ত এলআইসি পলিসির সঙ্গে নিজ নিজ প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে ৩১শে মার্চের আগে তা অবশ্যই করে নিতে হবে।

সূত্রের মাধ্যমে জানাযাচ্ছে যে, ৩১শে মার্চ ২০২৩ এর আগে এলআইসি পলিসির সঙ্গে লিঙ্ক করতে হবে আপনার প্যান কার্ড। নাহলেই পরতে পারেন বড়ো সমস্যায়। এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এলআইসি পলিসির সাথে প্যান কার্ড লিঙ্ক না করলে ভবিষ্যতে পলিসি ক্লেম সহ আরো অন্যান্য বিষয়ে সমস্যা আসতে পারে।

এবিষয়ে যে ব্যাক্তিদের এখনো পর্যন্ত এলআইসি পলিসির সাথে প্যান কার্ড লিঙ্ক হয়নি তারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করে নিতে পারেন।

ATM Card: আপনার ATM কার্ডে রয়েছে ৫ লক্ষ টাকার বীমা। ATM কার্ডের এই সুবিধার ব্যাপারে জানেন না অনেকেই।

অনলাইনের মাধ্যমে এলআইসি পলিসির সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে সবার প্রথমে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটের প্যান রেজিস্ট্রির ওয়েবপেজ “https://licindia.in/Home/Online-PAN-Registration” তে যেতে হবে। ওখানে গিয়ে সবার প্রথমের “PROCEED” বাটনটিতে ক্লিক করতে হবে। “PROCEED” বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ওয়েবপেজ আসবে। ওই ওয়েব পেজের ফর্ম টিতে আপনার তথ্য গুলি দিয়ে “Get OTP” বাটনে ক্লিক করে OTP ভেরিফিকেশন করলেই আপনার এলআইসি পলিসির সাথে আপনার প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।

এপ্রসঙ্গে বিস্তারিত জানতে আপনার এলআইসি পলিসির এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনি যদি নিজে থেকে অনলাইনের মাধ্যমে এই কাজটি না করতে পারেন তাহলে আপনার এলআইসি পলিসির এজেন্ট আপনাকে এবিষয়ে সাহায্য করে দিবে।

👉 উচ্চমাধ্যমিক পাসে ১৮ হাজারের বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

👉 সামনের মাস থেকে বাড়ছে টোল ট্যাক্স, টোলট্যাক্স বাড়ার পাশাপাশী বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

👉 পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 IOCL Recruitment 2023: ১ লক্ষ ২০ হাজার টাকার বেতনে ইন্ডিয়ান অয়েলে বিপুল সংখ্যায় নিয়োগ চলছে। দেখেনিন যোগ্যতা ও আবেদন করার পদ্ধতি।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন