Post Office Business Idea: পোস্ট অফিসের মাধ্যমে আয় করুন হাজার হাজার টাকা। ভারতীয় পোস্ট অফিস নিয়ে এল দারুন সুযোগ।

বর্তমানে যুব সমাজের কাছে, একটি ভালো চাকরি পাওয়া খুবই বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন সরকারি চাকরি পাওয়া ক্রমশ মুশকিল হয়ে উঠছে তেমন অন্যদিক অনিশ্চিত আর্থিক পরিস্থিতির কারণে বেসরকারি সংস্থা গুলি হাজার হাজার কর্মচারীদের বরখাস্ত করেছে। এমন পরিস্থিতে অনেকেই ব্যবসা করার চিন্তা ধারা নেই কিন্তু ব্যবসা করার জন্যে প্রয়োজন হয় বিপুল অর্থের। তবে ভারতীয় পোস্টের এই নতুন স্কীমের মাধ্যমে আপনি মাত্র ৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আপনার ব্যবসা।

Earn thousands of rupees through post office

সম্প্রতি ভারতীয় পোস্ট অফিস নিয়ে এসেছে একটি নতুন স্কিম। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ স্কিম নামক এই স্কিমে আপনি মাত্র ৫০০০ হাজার টাকা বিনিয়োগ করে কামাতে পারেন হাজার হাজার টাকা। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ স্কিমে আপনি পোস্ট অফিসকে সহযোগিতা করে জীবিকা অর্জনের সুযোগ পাবেন।

বর্তমানে, সারা দেশে প্রায় ১.৫ লক্ষেরও বেশি পোস্ট অফিস থাকার সত্বেও এমন অনেক এলাকা রয়েছে যেখানে পোস্ট অফিসের সুবিধা গুলি এখনো পৌঁছায়নি। এবং এই কথাকে মাথায় রেখে সরকার নিয়ে এসেছে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ স্কিম।

৫ লক্ষ টাকা করে পাবে ২ লক্ষ যুবক-যুবতী। জানুন কিভাবে পাবেন এই টাকা!

এই স্কিমের মাধ্যমে যেকোনো ভারতীয় নাগরিক, ডাক ব্যাবস্থাকে সাহায্য করার বদলে পাবেন কমিশন। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ স্কিমে মূলত দুটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। একটি হলো ফ্র্যাঞ্চাইজড আউটলেট এবং অন্যটি হলো ফ্র্যাঞ্চাইজি অফ পোস্টাল এজেন্ট। আপনি এই দুটি ফ্র্যাঞ্চাইজিতেই আবেদন করতে পারবেন।

ফ্র্যাঞ্চাইজড আউটলেটের মাধ্যমে আপনি একটি পোস্ট অফিসে খোলার সুবিধা পাবেন এবং সেই পোস্ট অফিস থেকে আপনি কমিশন হিসাবে আয় করতে পারবেন। তবে আপনি সেই এলাকাতেই পোস্ট অফিস খুলতে পারবেন যেখানে আগে থেকে কোনো পোস্ট অফিস নেই।

অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি অফ পোস্টাল এজেন্ট এর মাধ্যমে আপনি ডোর-টু-ডোর পোস্টাল সরবরাহ করে কামাতে পারেন মোটা টাকা।

India Post Payment Bank: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে চাকরির বড়ো সুযোগ। বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো ভারতীয় পোস্ট

এই স্কীমে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের জানিয়েদি যে, পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম ১৮ বছরের হতে হবে এবং তার সঙ্গে তাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ স্কিমে আবেদন করতে হবে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজ স্কিমের ফ্রম ডাউনলোড করে সেটিকে ফিলাপ করে জমা দিতে হবে।

তারপর আপনি নির্বাচিত হয়ে গেলে আপনাকে একটি এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষর করতে হবে। পোস্ট অফিসের সঙ্গে এমওইউ স্বাক্ষর করার পর আপনাকে ৫ হাজার টাকা জামানত হিসেবে ইন্ডিয়া পোস্টের কাছে জমা রাখতে হবে।

Mahila Samman Scheme: মোদী সরকারের নুতুন চমৎকার। মহিলারা পাবেন ১৫০০০ টাকা করে – জানুন বিস্তারিত

এর পরেই আপনি পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কামাতে পারবেন টাকা। প্রসঙ্গত জানিয়েদি যে, আপনি রেজিস্ট্রার আর্টিকেলের জন্য ৩ টাকা, স্পিড পোস্ট বুকিং এর জন্য ৫ টাকা, মানি অর্ডার বুকিং এর জন্য ৩.৫ থেকে ৫ টাকা কমিশন পাবেন। এছাড়াও মাসে হাজারটির বেশি রেজিস্ট্রার আর্টিকেল এবং স্পিড পোস্ট বুকিং হলে আপনি পাবেন ২০ শতাংশ অতিরিক্ত কমিশন। অন্যদিকে আপনি ডাকটিকিট, পোস্টাল স্টেশনারি এবং মানি অর্ডার ফর্ম বিক্রি করে লাভার ৫ শতাংশ এবং রাজস্ব স্ট্যাম্প ও কেন্দ্রীয় নিয়োগ ফি স্ট্যাম্প বিক্রি করে লাভার ৪০ শতাংশ কমিশন পাবেন।

👉 LIC Policy: ৩১শে মার্চের আগে এই কাজ না করলেই পরতে হবে সমস্যায়। LIC পলিসি হোল্ডারদের সময় থাকতে এই কাজ করে নেওয়া উচিত।

👉 Sukanya Samriddhi Yojana (SSY): মোদী সরকারের এই প্রকল্প কন্যা সন্তানদের ৫ লক্ষ টাকা করে দিচ্ছে, এখনই আবেদন করুন।

👉 Aadhaar Card News: বাতিল করা হলো লক্ষ লক্ষ আধার কার্ড। আপনার আধার কার্ড সচল রাখতে দ্রুত করুন এই কাজ, নাহলে!

👉 বাড়তে চলেছে মোবাইল রিচার্জের বিল। এই বছর থেকেই বাড়বে আপনার মোবাইল রিচার্জে খরচ।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন