Sukanya Samriddhi Yojana (SSY): মোদী সরকারের এই প্রকল্প কন্যা সন্তানদের ৫ লক্ষ টাকা করে দিচ্ছে, এখনই আবেদন করুন।

বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন ধরণের নারী কল্যাণ মূলক প্রকল্প চালাচ্ছে। এবং এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে কন্যা সন্তানের নামে অল্প পরিমান বিনিয়োগ করে পাওয়া যায় একটি বড় অংকের রিটার্ন।

Modi government's Sukanya Samriddhi Yojana is giving 5 lakh rupees to girl children

প্রসঙ্গত ২০১৫ সালে মোদী সরকার বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করে। এই যোজনার মাধ্যমে কন্যা সন্তানের নামে বিনিয়োগ করে ৭.৬ শতাংস হরে রিটার্ন পাওয়া যায়। এই স্কিমে বর্তমানে সারা দেশে প্রায় ৩ কোটি কন্যা সন্তানের নামে তাদের অভিবাভকরা বিনিয়োগ করেছে।

মোদী সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি যদি প্রতিমাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিটি হওয়ার পর আপনার মেয়ে ৫ লক্ষ ৯ হাজার ২১২ টাকা পাবে। এক্ষেত্রে ম্যাচুরিটি হওয়ার সময় ২১ বছর নির্ধারিত করা হয়েছে। এবং আপনাকে মোট ১৫ বছর ধরে প্রতিমাসে ১ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। এবিষয়ে আরো জানিয়ে রাখি যে, আপনি এই প্রকল্পে বছরে ২৫০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

সামনের মাস থেকে বাড়ছে টোল ট্যাক্স, টোলট্যাক্স বাড়ার পাশাপাশী বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার জন্য বেশকিছু শর্ত রয়েছে। এগুলি হলো:-

  • যার নাম আবেদন করবেন তাকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনায় কন্যার নাম নথিভুক্ত করার সময় তার বয়স ১০ বছরের বেশি হওয়া যাবেনা।
  • একটি পরিবারে সর্বাধিক দুটি কন্যা সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ করা যাবে।

মাছ চাষীদের ব্যাঙ্ক আকাউন্টে রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার টাকা করে, দেখেনিন বিস্তারিত।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ করতে ইচ্ছুক ব্যাক্তিরা ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস ব্যাঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবিষয়ে অতিরিক্ত জানতে আপনি আপনার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

👉 PMJJBY Government Scheme: মোদী সরকারে এই প্রকল্প থেকে পেয়ে যান ২ লক্ষ টাকার আর্থিক সুবিধা। এখনই আবেদন করুন।

👉 Indian Air Force Recruitment: অগ্নিপথ স্কিমের অন্তর্গত ভারতীয় বায়ু সেনাতে অগ্নিবীরদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বায়ু সেনা। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 ১০০ দিনের কাজ দিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাশ্রী প্রকল্পে জব কার্ডধারীরাদের দেওয়া হবে কাজ।

👉 উচ্চমাধ্যমিক পাসে ১৮ হাজারের বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন