১০০ দিনের কাজ দিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাশ্রী প্রকল্পে জব কার্ডধারীরাদের দেওয়া হবে কাজ।

এই মুহূর্তের বড় খবর, রাজ্য সরকার রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ডধারীরাদের দিতে চলেছে কাজ। সম্প্রতি ২০২৩-২৪ আর্থিক বর্ষের বিধানসভা বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন এই রাস্তাশ্রী প্রকল্পের। সংবাদ সূত্রে জানা যাচ্ছে এই রাস্তাশ্রী প্রকল্পে জব কার্ডধারীরাদের কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Job card holders will be given jobs in the Rastasree project

প্রসঙ্গত এবারের বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় ঘোষণা করা হয় রাস্তাশ্রী প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে ১১৫০০ কিলোমিটারের রাস্তা তৈরি ও মেরামত করার জন্য বরাদ্দ করা হয়েছে ৩ হাজার কোটি টাকা। এবার এই প্রকল্প নিয়েই বড় সিদ্ধান্ত নিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিগত বহু দিন ধরে বন্ধ আছে কেন্দ্রের ১০০ দিনের জব কার্ডের কাজ। এই কাজ বন্ধ থাকার কারণে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে গ্রামের গরীব মানুষ। তবে এবার রাজ্য সরকার রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চলেছে।

DA Hike: নতুন DA নিয়ম অনুযায়ী মার্চ মাস থেকে কোন গ্ৰুপের কর্মচারীরা কত বেতন পাবে দেখেনিন।

প্রসঙ্গত রাস্তাশ্রী প্রকল্পে যে রাস্তা নির্মাণ ও মেরামতের কাজ হওয়ার কথা ছিল তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, রাস্তাশ্রী প্রকল্পে যে রাস্তা নির্মাণ ও মেরামতের কাজ হবে তাতে জব কার্ডধারীদেরও কাজ দিতে হবে।

Small Business Ideas: মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করুন এই 4 টি ব্যবসা, প্রতি মাসে ইনকাম হবে এক লক্ষ টাকা।

ইতিমধ্যেই হুগলি জেলায় এবিষয়ে নোটিসও জারি হয়ে গিয়েছে। প্রসঙ্গত ৭ কোটি টাকার রাস্তা মেরামত ও নির্মাণ করার জন্য হুগলি জেলা পরিষদ থেকে এক টেন্ডার জারি করা হয়েছে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এই টেন্ডারে রাস্তা তৈরির অন্যান্য শর্ত গুলির সঙ্গে জব কার্ডধারীদের কাজ দেওয়া শর্তও রাখা হয়েছে। এই শর্ত অনুযায়ী শুধুমাত্র সেই সকল সংস্থা গুলি এই রাস্তা বানানোর কাজটি নিতে পারবে যারা জব কার্ডধারীদের কাজ দেওয়া কথা দিবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন