Indian Air Force Recruitment: অগ্নিপথ স্কিমের অন্তর্গত ভারতীয় বায়ু সেনাতে অগ্নিবীরদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বায়ু সেনা। দেখেনিন আবেদন করার পদ্ধতি ও যোগ্যতা।

Indian Air Force Agniveer Vayu Recruitment 2023: ভারতীয় বায়ু সেনার প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় খবর, ভারতীয় বায়ু সেনা সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। অগ্নিপথ স্কিমের অন্তর্গত ২০২৩ সালের অগ্নিবীর-বায়ুদের নিয়োগ করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় বায়ু সেনা। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই পদে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে চলেছি।

Indian Air Force Agniveer Vayu Recruitment 2023 Check Eligibility & Other Details

ভারতীয় বায়ু সেনার জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী ১৭ই মার্চ থেকে বায়ু সেনাতে অগ্নিবীরদের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা আগামী ৩১শে মার্চ পর্যন্ত চলবে। বায়ু সেনার অগ্নিবীর পদে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা ১৭ই মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে https://agnipathvayu.cdac.in/ পোর্টাল থেকে আবেদন করতে পারবে।

ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর-বায়ু পদে আবেদন করার জন্যে বেশকিছু শর্ত ও যোগ্যতা রয়েছে। এই শর্ত ও যোগ্যতা গুলি নিম্নরূপ।

Agnipath Scheme: অগ্নিপথ স্কিমে বড়ো পরিবর্তন। নিয়গ যোগ্যতার মাপকাঠিতে পরিবর্ত আনলো সেনা।

১. আবেদনকরি পার্থীকে অবিবাহিত হতে হবে।
২. শুধুমাত্র তারই এই পদের জন্য আবেদন করতে পারবে যাদের বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হবে।
২. আবেদনকরি পার্থীর জন্মতারিখ ২৬ ডিসেম্বর ২০০২ থেকে ২৬ জুন ২০০৬ সালের মধ্যে হতে হবে।
৪. পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫২.৫ সেন্টিমিটার হতে হবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ১৫২ সেন্টিমিটার হতে হবে। তবে উত্তর পূর্বের রাজ্যগুলির ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকার প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৪৭ সেন্টিমিটার এবং লক্ষদ্বীপের প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫০ সেন্টিমিটার হতে হবে।

এছাড়া পার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পরীক্ষাতে সব বিষয়ে গড়ে ৫০ শতাংশ নাম্বার যার মধ্যে ইংরেজিতে ন্যূনতম ৫০ শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে। তবে এক্ষেত্রে প্রার্থী যদি বিজ্ঞান বিভাগের হয় তাহলে তাকে অগ্রধিকার দেওয়া হবে। এবিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2023.pdf) দেখুন।

ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর-বায়ু পদে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা https://agnipathvayu.cdac.in/ পোর্টালে ২৫০ টাকার আবেদন ফি দিয়ে এই পদের জন্য আবেদন করেত পারবে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে আগামী ২৫শে মে এই প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন