এবছর ফেরুয়ারি থেকেই পারদ চড়তে শুরু করে দিয়েছে। প্রসঙ্গত জানা যাচ্ছে ২০১৫ সালের মতো এবছরের গ্রীষ্মকালও অত্যন্ত গরম হবে। এবিষয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছে যে এল নিনোর কারণে এবছর অত্যন্ত তাপমাত্রা ও কম বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই গরম নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। কারণ বাজারে এখন এসেছে একটা নতুন প্রযুক্তির পাখা, এই পাখা চালালেই ঠান্ডা হয়ে যাবে আপনার বাড়ি।
সম্প্রতি ওরিয়েন্ট ইলেকট্রিক লিমিটেড মার্কেটে নতুন প্রযুক্তির একটি স্ট্যান্ড পাখা নিয়ে এসেছে। সংস্থার দাবি এই পাখা চালালেই কমবে ১২ ডিগ্রি তাপমাত্রা। এই পাখাটি মূলত “Cloudchill” প্রযুক্তির ওপর নির্ভর করে বানানো হয়েছে বলে জানা যাচ্ছে।
ওরিয়েন্ট ইলেকট্রিক লিমিটেড তাদের এই নতুন পাখাটির নাম রেখেছে Cloud 3 Cooling Fan (ক্লাউড ৩ কুলিং ফ্যান)। এই ধরণের পাখা ভারতীয় বাজারে প্রথম নিয়ে এল ওরিয়েন্ট।
বাড়তে চলেছে মোবাইল রিচার্জের বিল। এই বছর থেকেই বাড়বে আপনার মোবাইল রিচার্জে খরচ।
ওরিয়েন্টের এই ক্লাউড ৩ কুলিং ফ্যানে রয়েছে একটি ৪.৫ লিটারে জলের ট্যাঙ্ক, যা ৮ ঘন্টা ধরে আপনার ঘর কে ঠান্ডা রাখতে পারবে। Cloudchill প্রযুক্তির মাধ্যমে এই পাখাটি জলকে মেঘের মতো বানিয়ে তোলে, যা তাপমাত্রাকে অন্যান্য কুলারের তুলনায় সহজে কমাতে সাহায্য করে। শুধু তাই নয় ব্যাবহার করি অতিরিক্ত ঠান্ডা বাতাস পাওয়ার জন্য এতে বরফ জলও দিতে পারে।
আকর্ষণীয় দেখতে এই পাখাটি একদিকে যেমন কোনও শব্দ ছাড়াই আপনার ঘরকে ঠান্ডা করবে তেমন অন্যদিকে এটি আপনার ঘরের সৌন্দর্য্যও বাড়াবে। ঘর ঠান্ডা করার পাশাপাশি এই পাখাটি আরো একটি কাজ করতে পারে। এই পাখাতে আপনি জলের সঙ্গে সুগন্ধি মিশিয়ে তা সারা ঘরে ছড়াতে পারেন।
Cloudchill প্রযুক্তির পাশাপাশি এই পাখাতে রয়েছে রিমোট কন্ট্রোল প্রযুক্তি, LCD ডিসপ্লে ও বিভিন্ন ধরণের মোড। আপনি এই পাখাটির মুখটিকে রিমোটের মাধ্যমেই ১০ ডিগ্রি উপর নিচ এবং ৩০ ডিগ্রি ডান-বাম দিকে ঘোরাতে পারবেন।
এই পাখাটি বর্তমানে আমাজোনে ১১৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে যার উপর সীমিত সময়ের জন্য ওরিয়েন্ট আপনাকে একটি ১০০০ টাকার ডিসকাউন্ট কুপন দিচ্ছে। এই ডিসকাউন্ট কুপন ব্যবহার করলে এই পাখার নগদ দাম ১০৯৯৯ টাকা হয়। তবে ওরিয়েন্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আগামী কিছু দিনের মধ্যেই এই পাখা আপনার বাড়ির পাসের ইলেক্ট্রনিক দোকানে চলে আসবে।