এই মুহূর্তের বড়ো খবর, দেশের সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পে নিয়ে এল বেশকিছু পরিবর্তন। অগ্নিপথ প্রকল্পে নিয়গ যোগ্যতার মাপকাঠিতে বড়োসড়ো পরিবর্তন আনলো সেনা। এখন থেকে প্রাক-দক্ষ প্রার্থীরা পাবে বিশেষ সুযোগ। আইটিআই,পলিটেকনিক গ্রাজুয়েট যুবক-যুবতীরা এখন খুব সহজেই হতে পারেন অগ্নিবীর।
সেনাবাহিনী প্রাক-দক্ষ প্রার্থীদের নিয়োগ করার জন্য অগ্নিপথ প্রকল্পের যোগ্যতার মানদণ্ড বাড়াতে চলেছে। এবার থেকে আইটিআই, পলিটেকনিক গ্রাজুয়েট যুবক-যুবতীরা অগ্নিপথ স্কিমের প্রযুক্তিগত শাখাই খুব সহজেই আবেদন করতে পারবে। বিষজ্ঞদের মতে এই পরিবর্তনটির মাধ্যমে সেনা দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দিতে চলেছে যার ফলে প্রার্থীদের প্রশিক্ষণে সময় ও অর্থ কম খরচ হবে। দেশের সেনাবাহিনী এবিষয়ে জানিয়েছে যে এই পদক্ষেপের মাধ্যমে অগ্নিপথ স্কিম আরও প্রার্থীদের জন্য উন্মুক্ত হতে চলেছে।
প্রসঙ্গত সেনা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাই যে এখন থেকে অগ্নিবীর প্রার্থীদের আগে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং তারপরেই তাদের শারীরিক এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। জানিয়েদি যে আগে অগ্নিবীর প্রার্থীদের প্রথমে শারীরিক ও মেডিকেল পরীক্ষা নেওয়া হতো এবং তারপরেই তাদের লিখিত পরীক্ষা হতো।
সম্প্রতি সেনাবাহিনী অগ্নিপথ স্কিমের মাধ্যমে ২০২৩-২৪ সালের অগ্নিবীরদের নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। সেনা বর্তমানে জেনারেল ডিউটি, টেকনিক্যাল ক্লার্ক, স্টোর কিপার এবং ট্রেডসম্যানের পদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। অগ্নিপথ স্কিমে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা আগামী ১৫ই মার্চের মধ্যে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারেন। সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে আগামী ১৭ই এপ্রিল অগ্নিপথ স্কিমের প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক পরীক্ষার নেওয়া হবে।
আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অগ্নিপথ স্কিমে আবেদন করতে পারেন।
প্রসঙ্গত ২০২২ সালে মোদী সরকার অগ্নিপথ স্কিমের ঘোষণা করেছিল। এখন পর্যন্ত সেনাবাহিনী অগ্নিপথ স্কিমের মাধ্যমে ৪০ হাজার অগ্নিবীরকে নিয়োগ করেছে। তবে এই ৪০ হাজার অগ্নিবীর এখনো সম্পূর্ণ ভাবে সেনার সঙ্গে যুক্ত হয়নি। এখনো এই অগ্নিবীরদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর অগ্নিবীররা চার বছর সেনাতে তাদের সেবা দেওয়ার সুবিধা পাবেন। চার বছর পর এই ৪০ হাজার অগ্নিবীরের মধ্যে প্রায় ১০ হাজার অগ্নিবীরকে স্থায়ী ভাবে সেনাতে যুক্ত করা হবে।