রাজ্যের সাধারণ মানুষকে চিকিৎসায় আর্থিক সাহায্য দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কর্ড চালু করেছিলেন। স্বাস্থ্যসাথী কর্ডের মাধ্যমে রাজ্যের বাসিন্দারা প্রত্যেক বছর প্রতি পরিবার ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পান। সম্প্রতি স্বাস্থ্যসাথী কর্ডের এই স্বাস্থ্য বীমাতেই পরিবর্তন আনলো রাজ্য।
সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর বিশেষ প্রয়োজনে দামি ওষুধ অথবা রোগ পরীক্ষার জন্য দেওয়া আর্থিক সাহায্যের পরিমান বাড়ালো নবান্ন। এখন দামি ওষুধ অথবা রোগ পরীক্ষার জন্য সরকার স্বাস্থ্যসাথী কর্ডের মাধ্যমে ৫ গুণ টাকা দিতে চলেছে। প্রসঙ্গত এবিষয়ে রোগীরা আগে স্বাস্থ্যসাথী কর্ডের মাধ্যমে ৫ হাজার টাকার সুবিধা পেত যা বর্তমানে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, স্বাস্থ্যসাথী কর্ডের গুরুত্ব বাড়ানোর জন্য রাজ্য এই পদক্ষেপ নিয়েছে। প্রসঙ্গত স্বাস্থ্যসাথী কর্ডের জন্য এর আগে বেশকিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধের রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যসাথী কর্ড থেকে পাওয়া আর্থিক সুবিধা যথেষ্ট না হওয়ার কারণে রোগীকে ফিরিয়ে দিতো বেশকিছু বেসরকারি হাসপাতাল।
সম্প্রতি সংবাদ মাধ্যমে জানাগেলো যে, এনএবিএইচ তালিকাভুক্ত হাসপাতালগুলিতে রোগীর বিশেষ প্রয়োজনে দামি ওষুধ অথবা রোগ পরীক্ষার জন্য দেওয়া আর্থিক সাহায্যের পরিমান বাড়াতে চলেছে রাজ্য। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসা হার্ট এবং অর্থো রোগীদের স্টেন্ট, পেসমেকার ও ইমপ্ল্যান্টের খরচ রাজ্য দিবে বলে জানা যাচ্ছে।
৫ লক্ষ টাকা করে পাবে ২ লক্ষ যুবক-যুবতী। জানুন কিভাবে পাবেন এই টাকা!
স্বাস্থ্য দপ্তর এদিন আরো জানাই যে, তাদের কাছে বেশকিছু হাসপাতালের বিরুদ্ধে ভুয়ো বিলের অভিযোগ এসেছে। এবিষয়ে তদন্ত করার জন্য নবান্ন ইতিমধ্যেই একটি স্পেসাল টিম তৈরী করেছে। প্রসঙ্গত বেশকিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে তারা ভুয়ো বিলের মাধ্যমে স্বাস্থ্যসাথী কর্ড থেকে টাকা তুলছে।
👉 Post Office Scheme: মোদী সরকারে নতুন প্রকল্প। এখন টাকা দ্বিগুণ হবে আরো দ্রুত। এখনই আবেদন করুন!
👉 Petrol Pump Scam: পেট্রোল পাম্পে ঠকে যাচ্ছেন নাতো। এই নিয়ম না জানলেই ঠকতে পারেন আপনি।
👉 Mahila Samman Scheme: মোদী সরকারের নুতুন চমৎকার। মহিলারা পাবেন ১৫০০০ টাকা করে – জানুন বিস্তারিত