Pan Aadhaar Link: প্যান কার্ডের এর সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে নাকি শেষ বারের মতো একবার দেখেনিন। নাহলেই হতে পারে ১০ হাজার টাকার জরিমানা সহ জেল।

বর্তমানে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং আপনি যদি আগামী ৩১শে মার্চের মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক না করান তাহলে আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ প্যান কার্ড ব্যবহার করলেই জেল সহ লাগতে পারে ১০ হাজার টাকার জরিমানা।

আপনি হয়তো ইতিমধ্যেই আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করে ফেলেছেন। কিন্তু এবিষয়ে আপনি কি নিশ্চিত যে আপনার প্যান কার্ড আপনার আধার কার্ড এর সাথে সঠিক ভাবে লিঙ্ক হয়েছে? কেননা এটা না হলে আপনাকে ভবিষ্যতে বিরাট সমস্যায় পরতে হবে। তাই শেষ বারের মতো একবার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এর স্টেটাসটি দেখে নেওয়া উচিত।

হোয়াটস্যাপ গ্রুপ👉যুক্ত হন
টেলিগ্রাম চ্যানেল👉যুক্ত হন

প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা তা যাচাই করার জন্য আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ এ যেতে হবে। এখানে এসে Quick Links বিভাগের অন্তর্গত Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে। Link Aadhaar Status অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে। ওই পেজে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে View Link Aadhaar Status বাটনে কিল্ক করলেই আপনাকে আপনার প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক স্টেটাস দেখিয়ে দিবে।

এক্ষেত্রে যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তাহলে আপনাকে অতিশিগ্রহি তা করে নিতে হবে। কারণ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক শেষ ডেট আগামী ৩১শে মার্চ।

Pan Card Fine: প্যান কার্ডের এই নিয়ম না মানলেই লাগতে পারে জরিমানা। লাস্ট ডেট পার হওয়ার আগেই এই কাজটি করেনিন।

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ এ যেতে হবে। সেখান থেকে Quick Links বিভাগের অন্তর্গত Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে। Link Aadhaar অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে। ওই পেজে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে Validate বাটনে কিল্ক করতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে আগে থেকে ১০০০ টাকার পেমেন্ট করতে হবে।

হোয়াটস্যাপ গ্রুপ👉যুক্ত হন
টেলিগ্রাম চ্যানেল👉যুক্ত হন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন