গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে একটি বিরাট উপহার দিয়েছেন। আগামী পাঁচ বছরের জন্য দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য প্রদান করা হবে বলে ঘোষণা করেন মোদীজি। তবে অন্যদিকে পশ্চিমবঙ্গে এখন একটা নতুন জটিলতা দেখা দিয়েছে। জানা যাচ্ছে যে, এই ডিসেম্বরেই বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের রেশন ব্যাবস্থা।
বর্তমানে দেশ জুড়ে গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত প্রায় ৮০ কোটি মানুষ কে রেশন প্রদান করছে সরকার। এই প্রকল্পের অন্তর্গত করোনা কাল থেকে বিনামূল্যে রেশন বিতরণ করা হচ্ছে। প্রথমত জানানো হয়েছিল যে, ডিসেম্বর ২০২৩ এ অর্থাৎ এবছরের ডিসেম্বর মাসেই এই যোজনা বন্ধ করে দেওয়া হবে।
তবে গত ৪ঠা নভেম্বর প্রধানমন্ত্রী তার জনসভা থেকে জানান যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আগামী ৫ বছরের জন্য এই বিনামূল্যের রেশন যোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত করেছে। কিন্তু অন্য দিকে পশ্চিমবঙ্গে ডিসেম্বরেই বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যের রেশনের সঙ্গে সম্পূর্ণ রেশন ব্যবস্থা।
এবিষয়ে পচমবঙ্গের রেশন ডিলারদের ALL INDIA FAIR PRICE SHOP DEALERS – সারা ভারত রেশন ডিলার সংগঠন এর তরফ থেকে রাজ্যের রেশন ব্যবস্থা বন্ধ করার হুশিয়ার দেওয়া হয়েছে। সংগঠনের সম্পাদক বিশ্বম্ভর বসু মিডিয়া কে জানান যে, রাজ্য সরাকর রেশন ডিলারদের বকেয়া টাকা না মিটালে পশ্চিমবঙ্গের রেশন ডিলাররা রেশন বিতরণ থেকে সরে যাবে।
তিনি এদিন মিডিয়াকে জানান যে, করোনা কালে যে রেশন সামগ্রী ডিলাররা পয়সা দিয়ে কিনেছিলো তা মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে বিতরণ করতে হয় রেশন ডিলারদের। তবে এখন পর্যন্ত সেই রেশন সামগ্রীর টাকা রাজ্যের তরফে মেটানো হয়নি বলে অভিযোগ বিশ্বম্ভর বসুর। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।