৫ই নভেম্বর রবিবার কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাট কোহলি (Virat Kohli) তার ৩৫তম জন্মদিনকে স্মরণীয় করে তুলেন ভারত সহ গোটা বিশ্বের ক্রিকেটের প্রেমীদের কাছে। এদিন ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯ শতকের বিশ্ব রেকর্ডকে দীর্ঘ দিনের অপেক্ষার পর ছুঁলেন বিরাট কোহলি।
১১৯ বলে ১০টি চারের সাহায্যে কোহলি এই মাইল স্টোন কে আজ ছুঁয়েছেন। জানিয়ে দি যে, ৪৯ তম সেঞ্চুরি অর্জন করতে বিরাট কোহলি মাত্র ২৭৭ টি ইনিংস লেগেছে। অন্যদিকে ক্রিকেটের ভগবান বলে পরিচিত শচীন তেন্ডুলকরের ৪৯ টি শতক করতে ৪৩৮টি ইনিংস লেগেছিলো।
আজ শচীন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ার পর বিরাট কোহলিকে স্বয়ম শচীন তেন্ডুলকর তার টুইটার প্রোফাইল বর্তমান এক্স প্রোফাইল থেকে জানান অভিনন্দন। অভিন্দনের সঙ্গে আরও অনেক কিছু বলেন আজ শচীন।
শচীন তেন্ডুলকর তার এক্স অ্যাকাউন্ট থেকে আজ সকালেই বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার পর সন্ধ্যায় বিরাটের দুর্দান্ত এবং ঐতিহাসিক রান নিয়ে একটি টুইট করেন।
উক্ত টুইটে তিনি লিখেন “দারুণ খেলেছো বিরাট। এই বছরের শুরুতে ৪৯ থেকে ৫০ এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০-এ যাবে এবং আগামী কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ড ভেঙে দেবেন। অভিনন্দন!!”
জানিয়েদি যে, শচীন তেন্ডুলকর এবছর ৫০ বছরের হয়েছেন, এবং এই টুইটে এই কথাটাই জানালেন যে, তিনি এবছরে ৫০ বছরের হয়েছেন এবং তিনি আশা করছেন যে আগামী কয়েকদিনে বিরাটও ৫০ ছুঁবেন কিন্তু বয়সের দিক থেকে নয় শতকের দিক থেকে।