AIIMS Recruitment: ৮৫টি খালি পদে নিয়োগ চলছে AIIMS-এ, আবদেন করুন এক সপ্তাহের মধ্যে

AIIMS Rishikesh is recruiting for 85 vacancies

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ঋষিকেশ থেকে জারি করা হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে যে, AIIMS ঋষিকেশের বিভিন্ন বিভাগের মোট ৮৫টি খালি পদে নিয়োগ করা হবে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক AIIMS ঋষিকেশের এই নিয়োগ সম্পর্কে।

AIIMS ঋষিকেশ দ্বারা জারি করা এই ৮৫টি খালি পদ গুলিতে A, B এবং C বিভাগ মিলিয়ে নিয়োগ করা হবে। এর মধ্যে A বিভাগের ৫৯ টি পেশার ৭২ টি পদে, B বিভাগের ১০ টি পেশার ১১টি পদে এবং C বিভাগের দুটি পেশার দুটি বিভাগে নিয়োগ করা হচ্ছে।

নির্দিষ্ট পদ এবং উক্ত পদে আবেদন করার যোগ্যতা গুলি জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। অন্যদিকে বয়সসীমার দিক থেকে মেডিকেল ও নার্সিং বিভাগের অসিনট্যান্ট প্রফেসর পদের বয়স ৫০ বছর এবং প্রফেসর প্রার্থীদের বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে।

AIIMS ঋষিকেশ ফ্যাকাল্টিতে আবেদন করার জন্য জেনারেল, EWS এবং ওবিসি প্রার্থীদের ৩০০০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে উক্ত শ্রেণীর মহিলা প্রার্থীদের ১০০০ টাকা দি দিতে হবে। এসসি, এসটি শ্রেণীর প্রার্থীদের ৫০০ টাকা এবং PwBD শ্রেণীর প্রার্থীদের কোনোরকম ফি দিতে হবে না।

আবেদন করতে ইয়াচুক প্রার্থীরা aiimsrishikesh.edu.in পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ ১৩ই নভেম্বর ২০২৩ নির্ধারিত করা হয়েছে।

অফিসিয়াল নোটিফিকেশন ▶ ক্লিক করুন
আবেদনের পোর্টাল ▶ recruit.aiimsrishikesh.in

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন