Ration Shop: ডিসেম্বরেই বন্ধ হচ্ছে রেশন পরিষেবা, বড়সড় ঘোষণা রাজ্যের রেশন ডিলারদের

Ration service is closing in December itself

রেশন দুর্নীতির মাঝেই বড়সড় ঘোষণা করলো রাজ্যের রেশন ডিলারদের সংগঠন “ALL INDIA FAIR PRICE SHOP DEALERS (সারা ভারত রেশন ডিলার সংগঠন)”। সংবাদ সূত্রের খবর অনুযায়ী এই ডিসেম্বর মাসেই সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হবে রেশন পরিষেবা। কিন্তু কেন বন্ধ করা হচ্ছে রেশন পরিষেবা? আসুন জেনেনি বিস্তারিত।

এদিন সারা ভারত রেশন ডিলার সংগঠনের সম্পাদক বিশ্বম্ভর বসু মিডিয়া কে জানাই যে, ডিসেম্বর মাসে অর্থাৎ আর এক মাসের মধ্যেই রাজ্যের রেশন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। রাজ্য সরকার রেশন ডিলারদের বকেয়া টাকা এই ডিসেম্বর মাসের মধ্যে না মিটালে রেশন পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দেন বিশ্বম্ভর বসু।

প্রসঙ্গত তিনি জানান যে, করোনা কালে তাদের কেনা রেশন সামগ্রীর টাকা রাজ্য এখনো মেটায়নি। এবিষয়ে জানানো হচ্ছে যে, করোনা কালে যে রেশন সামগ্রী ডিলাররা পয়সা দিয়ে কিনেছিলো তা মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে বিতরণ করতে হয় রেশন ডিলারদের। এবং সেই সামগ্রীর টাকা এখন পাইনি রেশন ডিলাররা।

এছাড়া তিনি আরও অভিযোগ তুলেন যে, রাজ্যের প্রতিনিধিরা রেশন ডিলারদের তেমন ভাবে সহায়তা করছে না। এছাড়াও জানা যাই যে, রেশন ডিলারদের সংগঠন বহুদিন ধরে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে তাদের কমিশন বাড়ানোর আবেদন করছিলো, কিন্তু এবিষয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা মিলেনি।

এই সকল বিষয়ে গুলিকে মাথায় রেখে রাজ্যের রেশন ডিলারদের সংগঠনের তরফে জানানো হয়েছে যে, তাদের এই দাবি গুলি না মানা হলে এই ডিসেম্বর মাসেই বাংলার রেশন ডিলাররা রেশন পরিষেবা থেকে সরে যাবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন