সামনেই দীপাবলি, আর এই দীপাবলির উপলক্ষে দেশবাসীকে বিরাট উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনামূল্যের রেশন নিয়ে বড়সড় ঘোষণা করলেন আজ মোদীজি। আগামী ৫ বছরের জন্য বিনামূল্যের রেশন প্রকল্প থেকে দেশের দরিদ্র সমাজের প্রায় ৮০ থেকে ৮২ কোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত এদিন ছত্তিশগড়ে জনসভার সময় এই বিরাট ঘোষণাটি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান যে, বর্তমানে গোটা দেশ জুড়ে যে, বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্প চলছে তা আগামী পাঁচ বছরের জন্য প্রসারিত করা হব। এরই সঙ্গে তিনি আরো জানান যে, এই প্রকল্প থেকে দেশের প্রায় ৮০ কোটি মানুষ উপকৃত হবে।
যারা জানেন না, তাদের জানিয়েদি যে, বর্তমানে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) এর অধীনে রেশন কার্ডধারীদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তরগত এই বিনামূল্যের রেশন দেশবাসীর খুব উপযোগী হয়েছিল।
এক্ষেত্রে জেনে রাখা দরকার যে, করোনা কালের আগে সরকার ভর্তুকির সঙ্গে দরিদ্র সমাজের মানুষদের ১ থেকে ৩ টাকা কেজি খাদ্যশস্য প্রদান করতো। তবে করোনা কালে দেশের জনগণের আহার নিশ্চিত করার জন্য তা একেবারে বিনামূল্যে করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রণালয়।
তবে এর আগে জানানো হয়েছিল যে, এই বিনামূল্যের রেশন বিতরণ এই ডিসেম্বর মাসে অর্থাৎ ২০২৩ এর ডিসেম্বর মাসেই বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আজ ছত্তিশগড়ে জনসভা থেকে প্রধানমন্ত্রী একটি খুশির খবর শোনালেন দেশবাসীকে।
আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্পকে প্রসারিত করা হবে বলে জানালেন মোদীজি। এরই সঙ্গে এদিন আরও জেনেগেছে যে, কেন্দ্র সরকার বিনামূল্যে এক-দু কেজি নয় একবারে ৫ কেজি করে খাদ্যশস্য প্রদান করবে। সরকারের এই পদক্ষেপে প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে জানাচ্ছে মিডিয়া রিপোর্ট।
কেন্দ্রের এই সিদ্ধান্তটি এবারের দীপাবলিকে আরও বিশেষ করে তুলেছে। দীপাবলির আগেই এমন উপহার পেয়ে দেশের জনগণ বেশ খুশি হতে চলেছে।