Ration: বিনামূল্যের চাল গমের সঙ্গে ১ কেজি করে চা দিচ্ছে এই রাজ্যের সরকার, দেখেনিন কোথায়

The government of this state is giving 1 kg of tea along with free ration

বর্তমানে দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে পাচ্ছেন রেশন। চাল গম থেকে শুরু করে আটা আবার কোথাও কোথাও ডাল, চিনি। তবে এবার দেশের এক রাজ্য থেকে উঠে আসছে একটি নতুন ঘোষণা। জানা যাচ্ছে যে এবার থেকে ১ কেজি করে চাও প্রদান করা হবে রেশন থেকে।

এই খবরটি অন্য কোথা থেকে নয় বরং পশ্চিমবঙ্গের পার্শবর্তী রাজ্য আসাম থেকে আসছে। এদিন আসামেরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিডিয়া কে জানান যে, তারা এখন থেকে তাদের রাজ্যে রেশন থেকে ৭৫ শতাংশ ভর্তুকির সাথে ১ কেজি করে চা প্রদান করবে।

এর সঙ্গে তিনি এদিন আরও জানান যে, তাদের রাজ্যে বর্তমানে ৫ কেজি করে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। পাশাপাশি ৫ লক্ষের স্বাস্থ্য বীমাও প্রদান করছে সরকার। আপনাদের জানিয়ে রাখি যে, আমাদের রাজ্যেও এই সুবিধা গুলি বর্তমানে রয়েছে। তবে এখন থেকে একটি অতিরিক্ত সুবিধা পেতে চলেছে আসামের বাসিন্দারা।

আসাম চা (Assam tea) এর ২০০ বছর পূর্ণতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

অন্যদিকে কেন্দ্রের মোদী সরকারও আজ একটি খুশির খবর শোনালেন ৮০ কোটি দেশবাসীকে। আজ মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যের রেশন নিয়ে একটি বিরাট ঘোষণা করেন। এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, আগামী ৫ বছরের জন্য গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রণালয়। অর্থাৎ আগামী পাঁচ বছরের জন্য দেশের ৮০ কোটি মানুষ পাঁচ কেজি করে

জানিয়ে রাখি যে, গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত বর্তমানে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করছে কেন্দ্র সরকার। তবে আগে বলা হচ্ছিলো যে, এবছর ডিসেম্বরে মাসে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আজ প্রধানমন্ত্রী এই প্রকল্পের মেয়াদ আগামী ৫ বছরের জন্য প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন