ইতিমধ্যেই সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে মোদী সরকার প্রায় সাড়ে ছয় কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই হোলিতে মোদী সরকার কোটি কোটি লোকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে।
করা পাবে এই টাকা? আপনার নামও আছে নাকি এই লিস্টে? কত টাকাই বা পাঠাচ্ছে কেন্দ্র? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই তথ্য গুলিই জানতে চলেছি।
সংবাদ সূত্রে জানাগিয়েছে PF অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকে টাকা পাঠাতে চলেছে সরকার। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দোল পূর্ণিমাতে আসতে পারে সুদের টাকা। যদিও সরকারের তরফ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি বৃহৎ অংশ এমনটাই মনে করছেন।
PF অ্যাকাউন্ট হোল্ডারদের প্রত্যাশা ছিল যে ২০২৩ এর বাজেট পেস হওয়ার আগেই সুদের টাকা ব্যাংকে চলে আসবে। কিন্তু PF নিয়মে পরিবর্তনের কারণে সুদের টাকা এখনো ব্যাংকে আসেনি।
প্রসঙ্গত গত ২-৩ বছর ধরেই সরকারি কর্মীদের PF অ্যাকাউন্টের সুদের টাকা সময় মতো ব্যাংকে আসছেনা। আর্থিক বছর ২০২০-২১ এর সুদের টাকা ২০২১ এর ডিসেম্বরে মাসে ব্যাংকে ঢুকেছিলো এবং ২০২১-২২ আর্থিক বছরে সুদের টাকা এখনো ব্যাংকে আসেনি। তাই সরকারি কর্মীদের মধ্যে অনেকেই আশাবাদী যে এই হোলিতে তাদের পিএফের সুদের টাকা ব্যাংকে চলে আসবে। বলে রাখি যে ২০২০-২১ সালে ৮.৫০% এবং ২০২১-২২ আর্থিক বর্ষের PF অ্যাকাউন্টের সুদের হার ৮.১০% নির্ধারিত করা হয়েছিল।
আরো জানিয়ে রাখি যে ২০২৩-২৪ এর বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে সরকারি কর্মচারীদের PF অ্যাকাউন্ট পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে টাকা তোলার কর ৩০% এর পরিবর্তে ২০%করা হয়েছে।