PAN Aadhaar Link Deadline: পিছিয়ে গেলো প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ, তিন মাসের অতিরিক্ত সময় দিলো আয়কর বিভাগ।

ব্রেকিং নিউজ, আয়কর বিভাগ প্যান-আধার লিঙ্কের শেষ তারিখ পিছানোর সিদ্ধান্ত নিয়েছে। আয়কর বিভাগ ২৮শে মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১শে মার্চ থেকে পিছিয়ে ৩০শে জুন করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষত্রে জরিমানা দিতে হবে, কি দিতে হবেনা এবং জরিমানা দিতে হলেও কত টাকা দিতে হবে তা দেখেনিন।

PAN-Aadhaar linking deadline extended till June 30

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য হাতে ছিল মাত্র আর ২-৩ দিন। ৩১শে মার্চের মধ্যেই প্যান-আধার লিঙ্ক নাহলে বন্ধ হয়ে যেত প্যান কার্ড। অন্যদিকে দেশ জুড়ে প্রায় কয়েক কোটি ব্যাক্তির প্যান কার্ড এখনও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি। এই অল্প সময়ের মধ্যে দেশের একটা বড় জনসংখ্যার প্যান কার্ড লিঙ্ক করা অনেকটাই অসম্ভব। তাই কেন্দ্র সরকার প্যান-আধার লিঙ্ক করার জন্য আরও তিন মাস অতিরিক্ত সময় দিয়েছে।

Pan Card Fine: প্যান কার্ডের এই নিয়ম না মানলেই লাগতে পারে জরিমানা। লাস্ট ডেট পার হওয়ার আগেই এই কাজটি করেনিন।

গত কয়েক দিন ধরেই দেশ জুড়ে প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর দাবি উঠছে। এবিষয়ে রাজনৈতিক মহলও একটু গরম হয়ে উঠেছিল। এবার এই দাবি মেনে নিয়েই বাড়ানো হয়েছে প্যান আধার লিঙ্ক করার সময়সীমা।

তবে প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর দাবির পাশাপাশি উঠেছিল আরও একটি দাবি। এবিষয়ে অনেকেই সরকারের কাছে প্যান আধার লিঙ্ক করার যে ১০০০ টাকার জরিমানা দিতে হতো তা মাফ করে দেওয়ার অনুরোধ করেছিল। তবে সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে এই দাবি সরকার মেনে নেইনি। অর্থাৎ প্যান-আধার লিঙ্ক করার জন্য আপনাকে ১০০০ টাকার জরিমানা দিতেই হবে।

Pan Aadhaar Link: প্যান কার্ডের এর সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে নাকি শেষ বারের মতো একবার দেখেনিন। নাহলেই হতে পারে ১০ হাজার টাকার জরিমানা সহ জেল।

প্রসঙ্গত গত বছরই আয়কর বিভাগ জানিয়ে ছিল যে, ৩১শে মার্চ ২০২২ এর মধ্যে প্যানের সাথে আধার লিঙ্ক না করলে দিতে হবে ১০০০ টাকার ফাইন। এবং বর্তমানে প্যান-আধার লিঙ্ক করার সময় এই ফাইনটিই আপনাকে দিতে হচ্ছে।

এবিষয়ে আপনি যদি এখনও আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে ৩০শে জুন ২০২৩ এর মধ্যে তা আপনাকে করে নিতে হবে। প্যান-আধার লিঙ্ক করতে হলে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে গিয়ে এক হাজার টাকার জরিমানা দিয়ে তা করতে হবে।

👉 Aadhaar-Ration Link: আধার লিঙ্ক নিয়ে বড়সড় ঘোষণা করলো কেন্দ্র, আধার-রেশন লিঙ্ক করার সময়সীমা আরও তিন মাস বাড়ালো কেন্দ্র।

👉 Sell Old Note Online: ২০ টাকার পুরানো নোটে এই নাম্বার থাকলে বিক্রি হবে কয়েক লক্ষ টাকায়, এখানে বিক্রি করলে পাবেন সবচেয়ে বেশি দাম

👉 Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকার বদলে মিলবে ১০০০ টাকা। মহিলাদের মন জয় করার জন্য বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা।

👉 Atal Pension Yojana: মোদী সরকারের বিশেষ প্রকল্প, বৃদ্ধ ব্যাক্তিরা এখন প্রতিমাসে পাবে ৫ হাজার টাকা করে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন