আধার লিঙ্ক করা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। আধার-রেশন লিঙ্ক করা নিয়ে বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা আরও তিন মাস বাড়ালো কেন্দ্র।
আজকের ভারতে ব্যাঙ্কের খাতা থেকে শুরু করে প্যান কার্ড সর্বত্রই আধার লিঙ্ক করা একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে। এবার এবিষয়ে বড়সড় ঘোষণা করলো মোদী সরকার। আধার-রেশন লিঙ্ক করা বড় স্বস্তি দিয়েছে মোদী সরকার। আধার-রেশন লিঙ্ক করার সময়সীমা ৩১ মার্চ ২০২৩ থেকে বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
সংবাদ সূত্রে জানা যাচ্ছে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের আধার-রেশন লিঙ্ক এখনো পর্যন্ত সম্পন্ন না হওয়ার করণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এপ্রসঙ্গে গত বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে আধার-রেশন লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে।
মোদী সরকার মূলত এক দেশ এক রেশন কর্মসূচিকে সফল করার জন্য আধার-রেশন লিঙ্ক নিয়ে জোর দিচ্ছে। এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, আধার-রেশন লিঙ্ক করার পেছনে সরকারে মূল উদ্দেশ্য হচ্ছে, রেশন ব্যাবস্থার দুর্নীতিকে বাধা দেওয়া। প্রসঙ্গত দেশে এমন অনেক ঘটনা দেখা দিয়েছে যেখানে, অসৎ ব্যক্তিরা একধিক বার রেশন নিতো। এই দুর্নীতিকে রুখতেই সরাকর আধার-রেশন লিঙ্ক করেছে বলে জানা যাচ্ছে।
Summer 2023: মেনে চলুন এই ৫টি টোটকা, তাহলেই পাখা চালালে ঠান্ডা হবে ঘর।
এবার জেনে নিন আপনি কিভাবে বাড়িতে বসে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন।
বাড়িতে বসে আধার-রেশন লিঙ্ক করার জন্য আপনাকে সবার প্রথমে রাজ্যের খাদ্য দফতরের পোর্টাল https://food.wb.gov.in/ এ যেতে হবে।
খাদ্য দফতরের অফিসিয়াল পোর্টালে গিয়ে RATION CARD বিকল্পে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ক্রিনে একটি নতুন পেজে খুলে যাবে।
ওই নতুন পেজের নিচের দিকে গিয়ে Link Aadhaar and Mobile No. with Ration Card বিকল্পে ক্লিক করতে হবে। এর পর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে। এক্ষেত্রে আপনার রেশন কার্ড যদি চালু না থাকে তাহলে ২ নম্বর বিকল্পটিতে ক্লিক করতে হবে। তবে যদি চালু থাকে তাহলে ওই পেজটিতে থাকা ফর্মটিই সাবমিট করতে হবে।
৩১শে মার্চের আগে সেরে নিন এই ৪ টি কাজ, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।
ওই ফর্মে আপনার রেশন কার্ডের শ্রেণী বেছে নিয়ে রেশন কার্ডের নম্বর টা দিয়ে Search বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ক্রিনে আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। এক্ষেত্রে যদি ওই তথ্যে আপনার আধার নম্বর না থাকে তাহলে নিচের ঠিক চিহ্নটিতে ক্লিক করতে হবে।
ঠিক চিহ্নটিতে ক্লিক করার পর আপনার আধার নম্বরটি দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এরপর Verify and Submit বাটনে ক্লিক করলেই আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।