বঙ্গ সহ দেশ জুড়ে শুরু হয়েছে উৎসবের মরসুম। আর এরই মধ্যে চাষীদের দারুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংবাদ সূত্রের অনুযায়ী জানা যাচ্ছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের চাষীদের দিতে চলেছে দুর্দান্ত একটি উপহার। আসুন জেনেনি কি এই উপহার? এবং কাদের দেওয়া হবে এই উপহার?
প্রসঙ্গ এবছর পর্যাপ্ত পরিমানের বৃষ্টির অভাবে নষ্ট হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ চাষীর ফসল। যার কারণে রীতি মতো বিপাকে পড়তে হয়েছিল রাজ্যের চাষীদের বিশেষে করে যারা লোন নিয়ে চাষ করেন তাদের। তবে উৎসবের এই মরসুমে চাষীদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে নেওয়া হয়েছে একটি দুর্দান্ত পদক্ষেপ।
জন্য যাচ্ছে যে, বৃষ্টিপাতের অভাবে ধান চাষে ক্ষতির স্মুখীন হওয়া প্রায় ২ লক্ষ ৪৬ হাজার চাষীদের জন্য ১৯৭ কোটি টাকা ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই খবরটি জানান।
তিনি এদিন আরো জানান যে, ক্ষতিগ্রস্ত চাষীদের বাংলা শস্য বীমার মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে। এক্ষত্রে জানানো হয় যে, প্রিমিয়াম পরিশোধ করার জন্য চাষীদের আর একটাকাও দিতে হবে না। উক্ত ১৯৭ কোটি টাকা দিয়েই সমস্ত প্রিমিয়াম মুকুব করে দেওয়া হবে।
পুজোর শুরুতেই রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের কারনে অনেকটাই স্বস্তি পেয়েছে রাজ্যের লক্ষ-লক্ষ কৃষক। তবে রাজনৈতিক মহলের একটা অংশ এবিষয়ে অন্য কাহানি শোনাচ্ছে। এক অংশের অনুযায়ী রাজ্য সরকারের এই পদক্ষেপটি আসন্ন লোকসভা ভোটকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।