Meta Verified Service: ফেসবুক-ইনস্টাগ্রামের ফ্রির দিন এখন অতীত! প্রতিমাসে লাগবে ১০০০ টাকা করে।

বিনামূল্যে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করার দিন এখন অতীত হতে চলেছে। গত রবিবার মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মার্ক জাকারবার্গ এক পোস্টের মাধ্যমে ফেসবুক-ইনস্টাগ্রামের নতুন পেইড সাবস্ক্রিপশনের কথা জানান। এখন ফেসবুক-ইনস্টাগ্রামের বেশকিছু সুবিধা ব্যবহার করতে প্রতিমাসে লাগবে প্রায় ১০০০ টাকা করে।

Meta Launches Paid Blue Badge For Facebook Instagram

ইলনের টুইটারে দেখা দেখি মার্ক জাকারবার্গও ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন মডেল নিয়ে চলে এসেছে। মার্ক জাকারবার্গ সম্প্রতি এক ইন্টারনেট পোস্টের মাধ্যমে “মেটা ভেরিফায়েড” পরিষেবার ঘোষণা করেন। তিনি জানান এখন থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ আপনার ফেসবুক অথবা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভেরিফায়েড টিক বা ব্লু টিক লাগানোর জন্য প্রতিমাসে দিতে হবে ভাড়া। বর্তমানে মেটা (ফেসবুক-ইনস্টাগ্রামের অবিভাবক সংস্থা) ১১.৯৯ মার্কিন ডলারের বদলে এই পরিষেবা দিচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ টাকার মত হয়।

এবিষয়ে জানিয়েদি যে, ভেরিফায়েড টিক বা ব্লু টিক বলতে একটি বিশেষ ব্যাজকে বোঝাই যা কোনো ব্যাক্তি বা সংস্থার আসল অ্যাকাউন্ট কে চিহ্নিত করতে সাহায্য করে। মেটা এতদিন পর্যন্ত মূলত কোনো ভিআইপি ব্যাক্তি অথবা বড়ো সংস্থাকেই এই ভেরিফায়েড টিক দিতো। কিন্তু এখন থেকে ব্যাবহারকারীরা প্রতিমাসে ১২ ডলার দিয়ে এই ভেরিফায়েড টিক কিনতেও পারবে।

Petrol Pump Scam: পেট্রোল পাম্পে ঠকে যাচ্ছেন নাতো। এই নিয়ম না জানলেই ঠকতে পারেন আপনি।

সম্প্রতি ইলন মাস্কও টুইটারে জন্য এমনি একটি পেইড সাবস্ক্রিপশন মডেল নিয়ে এসেছিলো। প্রসঙ্গত টুইটারর ভেরিফিকেশন ব্যাজ কিনতে হলে ব্যবহারকারীদের মাসে ৮ ডলারের সাবস্ক্রিপশন নিতে হতো। এবং এখন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য পেইড সাবস্ক্রিপশন মডেল নিয়ে এল মার্ক জাকারবার্গ।

গত রবিবার মার্ক জাকারবার্গ এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানান যে, ফেসবুক-ইনস্টাগ্রামের বিশ্বাসযোগ্যতা ও সুরক্ষা বাড়ানোর জন্য তারা এই নতুন পেইড সাবস্ক্রিপশন মডেলটি আনতে চলেছেন। সংবাদ সূত্রে জানা যাচ্ছে বর্তমানে এই পরিষেবাটি মূলত পরীক্ষামূলকভাবে শুধু মাত্র নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেই লঞ্চ হবে। তারপর ধীরে ধীরে অন্যান্য দেশে এই পরিষেবাটি আসবে। এই পরিষেবার দাম ভিন্ন ভিন্ন হতে ভিন্ন ভিন্ন পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

👉 ESIC Kolkata Recruitment 2023: ২ লক্ষ টাকার বেতনে কলকাতায় চাকরির সুযোগ, এখনই আবেদন করুন।

👉 PMKVY 4.0: চাকরির জন্যে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে মোদী সরকার। মাধ্যমিক পাস যুবক-যুবতীর জন্য বড়ো সুযোগ।

👉 Post Office Business Idea: পোস্ট অফিসের মাধ্যমে আয় করুন হাজার হাজার টাকা। ভারতীয় পোস্ট অফিস নিয়ে এল দারুন সুযোগ।

👉 Post Office Scheme: মোদী সরকারে নতুন প্রকল্প। এখন টাকা দ্বিগুণ হবে আরো দ্রুত। এখনই আবেদন করুন!

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন