Medhasree Scheme: হাজার হাজার ছাত্র ছাত্রীদের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। জানুন করা পাচ্ছে এই টাকা।

এই মুহূর্তের বড়ো খবর, রাজ্য সরকার পাঠাতে চলেছে হাজার হাজার ছাত্র ছাত্রীদের ব্যাংকে টাকা। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ঘোষণা করেছেন নতুন স্কলারশিপ।

medhasree scholarship scheme

মাসের শুরুতেই রাজ্য সরকার এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে মেধাশ্রী স্কলারশিপ স্কিমের ঘোষণা করেন। এই স্কিমের অন্তর্গত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা প্রতিবছর টাকা পাবে। তবে এই টাকা পাওয়ার যোগ্যতা কি? কত টাকা দেওয়া হবে ছাত্র ছাত্রীদের? কারাই বা এই টাকা পাবে? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই তথ্য গুলিই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।

২রা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজ্য সরকারের এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে OBC শ্রেণীর অন্তর্গত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার কথা জানানো হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র ছাত্রীরা প্রত্যেক শিক্ষা বর্ষে ৮০০ টাকা করে পাবে। নিম্নে এই স্কলারশিপে আবেদন করার যোগ্যতা এবং পদ্ধতিটি দেওয়া রইলো।

আরো পড়ুন:- Madhyamik Routine 2023) আবারো বদলে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার রুটিন, জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে নতুন বিভ্রান্তি।

১: মেধাশ্রী স্কলারশিপ স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২: শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরাই মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
৩: OBC শ্রেণীর অন্তর্গত ছাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।
৪: আবেদনকারীকে সরকারি স্কুল, সরকার দ্বারা স্বীকৃত পাওয়া স্কুল অথবা সরকার দ্বারা স্পন্সার করা স্কুলের ছাত্র ছাত্রী হতে হবে।
৫: আবেদনকারীর পরিবারের বার্ষিক আই ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
৬: শুধুমাত্র ডে স্কুলাররাই মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
৭: আবেদনকারীর কাছে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
৮: রাজ্যের বাইরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে না।
৯: অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকলে মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।

PMKVY 4.0: চাকরির জন্যে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে মোদী সরকার। মাধ্যমিক পাস যুবক-যুবতীর জন্য বড়ো সুযোগ।

আরো জানিয়ে রাখি যে অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করা যাবে না। শুধুমাত্র স্কুলের মাধ্যমেই মেধাশ্রী স্কলারশিপ স্কিমে আবেদন করা যাবে। এবং একটি ছাত্র একটি ক্লাসে একবারি টাকা পাবে। অর্থাৎ একই ক্লাসে যদি স্কলারশিপ পাওয়া ছাত্র দ্বিতীয়বার পড়াশোনা করে তাহলে সে পুনরায় মেধাশ্রী স্কলারশিপ স্কিমের টাকা পাবে না।

👉 Post Office Business Idea: পোস্ট অফিসের মাধ্যমে আয় করুন হাজার হাজার টাকা। ভারতীয় পোস্ট অফিস নিয়ে এল দারুন সুযোগ।

👉 Post Office Scheme: মোদী সরকারে নতুন প্রকল্প। এখন টাকা দ্বিগুণ হবে আরো দ্রুত। এখনই আবেদন করুন!

👉 Petrol Pump Scam: পেট্রোল পাম্পে ঠকে যাচ্ছেন নাতো। এই নিয়ম না জানলেই ঠকতে পারেন আপনি।

👉 Mahila Samman Scheme: মোদী সরকারের নুতুন চমৎকার। মহিলারা পাবেন ১৫০০০ টাকা করে – জানুন বিস্তারিত

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন